• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জল্পনাই সত্যি! প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়ে সুখবর দিল জি বাংলার এই জনপ্রিয় জুটি

Published on:

Ranga Bou serial Ani and Kusum AKA Pritam Das and Tanushree Saha are dating in real life

Bengali Serial Couple: একসঙ্গে কাজ করতে গিয়ে হামেশাই মন দেওয়া নেওয়া হয় বিনোদন দুনিয়ার তারকাদের। সিনেমা হোক বা সিরিয়াল (Bengali Serial) সর্বত্রই দেখা যায় এক চিত্র। বাংলা টেলি দুনিয়ার বহু তারকাই যেমন একসঙ্গে অভিনয় করতে গিয়ে বাস্তবে প্রেমে পড়েছেন। রাজা-মধুবনী, রাহুল-দেবাদৃতা থেকে শুরু করে রুবেল-শ্বেতা, প্রারব্ধী-অস্মিতা সেই তালিকায় নাম রয়েছে অনেকের। এবার সেই লিস্টেই জুড়ল জি বাংলার (Zee Bangla) আরও এক জনপ্রিয় জুটির (Couple) নাম।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘রাঙা বউ’র (Ranga Bou) সেটে মন দেওয়া নেওয়া হয়েছে দুই তারকার। জি বাংলার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায় চৌধুরী এবং শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’র পর ফের এই মেগায় জুটি বেঁধেছেন দু’জনে। সম্প্রতি ‘রাঙা বউ’ টিম হাজির হয়েছিল ‘দাদাগিরি’র মঞ্চে। সেখানেই নিজেদের প্রেমের গুঞ্জনে শিলমোহর দেন দুই তারকা।

Ranga Bou serial Ani and Kusum AKA Pritam Das and Tanushree Saha

সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শোয়ের মঞ্চেই প্রকাশ পায় ‘রাঙা বউ’ ধারাবাহিকের অনি (Ani) এবং কুসুমের (Kusum) প্রেমের কথা। এই দুই চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে প্রীতম দাস (Pritam Das) এবং তনুশ্রী সাহা (Tanushree Saha)। ‘দাদাগিরি’র (Dadagiri) মঞ্চে সৌরভের প্রশ্নের জালে ফেঁসে নিজেদের ব্যক্তিগত জীবন সম্বন্ধিত গোপন তথ্য ফাঁস করেন দু’জনে।

আরও পড়ুনঃ ভেজা শরীরে বাথটবে শুয়ে ‘পর্ণা’! লুক দেখে ‘জ্ঞান হারাবে বাবুউউর মা’, ছবি ভাইরাল হতেই বলছে নেটপাড়া

Ranga Bou serial Ani and Kusum AKA Pritam Das and Tanushree Saha

আরও পড়ুনঃ ‘এক ডজন ইলিশ খাইসি’, দাদাগিরিতে ইধিকার খাওয়া শুনে অবাক সৌরভ, ভাইরাল ভিডিও না দেখলেই মিস!

এদিন খেলার ফাঁকে তনুশ্রী বলেন, ‘এখনও হিরোকে পটানোর চেষ্টা করছি। কিন্তু পটছে না’। এরপর প্রীতম আবার পাল্টা বলেন, ‘কী করে পটবো দাদা… একটা দোকানে গিয়েছে, দু’টো আইসক্রিম কিনেছে। একটার দাম ৪৫ টাকা, আরেকটার ২৫ টাকা। দোকানদার হিসেবের সুবিধার খাতিরে বলেছেন মোট ৭০ টাকা হয়েছে। ও পাশ থেকে দাঁড়িয়ে বলছে, না না, একটা ৪৫ আর একটা ২৫’।

প্রীতমের মুখে এই ঘটনা শুনে হাসতে থাকেন সেখানে উপস্থিত প্রত্যেকে। তখন পাশ থেকে প্রীতম-তনুশ্রীর সহ অভিনেতা হৃতজিত বলে ওঠেন, ‘দাদা এটা কিন্তু সিরিয়ালের দৃশ্য নয়, এটা অফস্ক্রিন হয়েছে’। সেকথা শুনে প্রীতম সায় দিয়ে বলেন, ‘আমি কিন্তু বলিনি এটা গল্পে হয়েছে’। তখন মুচকি হেসে দাদা বলেন, ‘প্রেমে পড়া ভালো’। ‘রাঙা বউ’র অনি-কুসুমের প্রেম যে বাস্তবেও অনেকটা এগিয়েছে তা এখান থেকেই বেশ পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥