• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পাঁচ মাসের মাথাতেই সুখবর! ‘রাঙা বউ’ শ্রুতিকে শুভেচ্ছায় ভরালেন নেটিজেনরা

আস্তে আস্তে নিজের জীবন সুন্দর করে গুচ্ছিয়ে নিচ্ছেন শ্রুতি দাস (Shruti Das)। কাটোয়ার এই মেয়ে এখন বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। একটা সময় গায়ের রঙ নিয়ে প্রচুর কটাক্ষ শুনতে হলেও নিজের প্রতিভার মাধ্যমে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি।

২০১২ সালে দু’চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কাটোয়া থেকে কলকাতায় আসেন শ্রুতি। জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে ছোটপর্দার নায়িকা হিসেবে পথচলা শুরু হয় তাঁর। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। সদ্য শেষ হয়েছে শ্রুতি অভিনীত ‘রাঙা বউ’ (Ranga Bou) ধারাবাহিকের সফর।

   

Bengali serial actress Shruti Das wiki bio unknown facts

ব্যক্তিগত জীবনের নিরিখেও এখন বেশ ভালো জায়গায় আছেন বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় নায়িকা। চলতি বছর জুলাই মাসে দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি আবার দীর্ঘদিনের এক স্বপ্নপূরণ হয়েছে অভিনেত্রীর। মা-বাবার মুখে হাসি ফোটাতে পেরেছেন তিনি।

আরও পড়ুনঃ ময়ূরী-রূপের খেল খতম! মেঘের বদলা নিতে মোক্ষম চাল চাললো গিনি, ফাঁস তোলপাড় করা পর্ব

দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি পোস্ট করে শ্রুতি জানান, তিনি নিজের ফ্ল্যাটে গৃহপ্রবেশ সেরেছেন। চিরকাল কলকাতায় নিজের আস্তানা চেয়েছেন অভিনেত্রী। এতদিনে তাঁর সেই স্বপ্ন পূরণ হল। তিলোত্তমার বুকে এবার পাকাপাকি নিজের বাড়ি হল শ্রুতির। তবে তিনি একা নন। একই জায়গায় অভিনেত্রীর স্বামী স্বর্ণেন্দুও ফ্ল্যাট কিনেছেন।

Shruti Das & Swarnendu Samaddar marriage photo album, Shruti Das bridal saree

আরও পড়ুনঃ তিন ডিভোর্স নিয়ে জেরবার! মোট কত টাকার মালকিন শ্রাবন্তী? অঙ্কটা শুনলে মাথা বনবন ঘুরবে আমজনতার

শ্রুতির ফ্ল্যাট একতলায় আর স্বর্ণেন্দুর ফ্ল্যাট দোতলায়। গৃহপ্রবেশের ছবি শেয়ার করে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ শান্তি হল ছোটবেলার স্বপ্নপূরণ হওয়া। খুশি হল মা-বাবার জন্য নিজের বাড়ি তৈরি করতে পারা আর আশীর্বাদ হল স্বামীর সঙ্গে দু’টো ফ্ল্যাট কিনতে পারা’।


প্রসঙ্গত, কয়েকদিন আগে জি বাংলার ‘দিদি নম্বর ১’এ খেলতে এসেছিলেন শ্রুতি। সেখানে অভিনেত্রী জানান, ২০২৫ সালে সামাজিক বিয়ের করার ইচ্ছা আছে তাঁর। বিয়ের পাঁচ বছরের মাথায় অর্থাৎ ২০৩০ সালে সন্তান নেওয়ার পরিকল্পনা আছে শ্রুতি এবং স্বর্ণেন্দুর।