• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁটু মুড়ে আংটি পরিয়ে চুমু! ‘রাঙা বউ’ শ্রুতির বিয়ের অদেখা রোম্যান্টিক ভিডিও দেখেছেন?

Published on:

Ranga Bou actress Shruti Das shares a video of their engagement ceremony from their marriage

Shruti Das wedding proposal by Swarnendu Samaddar Video: গত ৯ জুলাই বিয়ে করেছেন ‘রাঙা বউ’ নায়িকা হাঁটু মুড়ে আংটি পরিয়ে চুমু! ‘রাঙা বউ’ শ্রুতির বিয়ের অদেখা রোম্যান্টিক ভিডিও দেখেছেন? এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। ‘ত্রিনয়নী’র সেটে প্রথম আলাপ দু’জনের। প্রথম প্রেম প্রস্তাব এসেছিল নায়িকার তরফ থেকে। কিন্তু পরিচালক মশাই তখনও সেভাবে পছন্দ করতেন না অভিনেত্রীকে। তবে নিজের গুণেই স্বর্ণেন্দুর মন জয় করে নেন শ্রুতি।

দেখতে দেখতে ১৮ দিন হয়ে গিয়েছে শ্রুতি-স্বর্ণেন্দু বিয়ে (Marriage) করেছেন। মাঝখানে ডুয়ার্স থেকে মিনি হানিমুনও সেরে এসেছেন এই তারকাজুটি। মূলত আইনি বিয়েটাই সেরেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। রেজিস্ট্রির কাগজে সই করার পাশাপাশি আংটি বদল (Engagement Ring), মালা বদল এবং সিঁদুর দান হয়েছে। তবে এখনই একসঙ্গে সংসার শুরু করার পরিকল্পনা নেই তাঁদের।

Shruti Das & Swarnendu Samaddar marriage photo album, Shruti Das bridal saree

সামাজিক বিয়েটা করে স্বর্ণেন্দুর ‘রাঙা বউ’ হয়ে সমাদ্দার বাড়িতে পা রাখবেন শ্রুতি। আপাতত নিজের নিজের বাড়িতে থাকছেন তাঁরা। সম্প্রতি বিয়ের দিনের একটি অদেখা ভিডিও শেয়ার করেছেন ‘রাঙা বউ’ নায়িকা। মূলত তাঁদের ভালোবাসায় মোড়া আংটি বদল অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই ভিডিও বানানো হয়েছে।

শ্রুতির শেয়ার করা ভিডিওর ওপরে লেখা রয়েছে, ‘যখন তুমি তাঁকে বিয়ের আংটি পরাও আর সে সেটা কখনও নিজের হাত থেকে খোলে না’। তারকাজুটির এনগেজমেন্টকে ফোকাস করে এই মিষ্টি রিল ভিডিওটি বানানো হয়েছে।

আরও পড়ুনঃ মিশকার মুখে ঝামা, বিপদ থেকে ফিরেই দীপাকে কাছে টেনে নেবে সূর্য! টিভির আগেই ফাঁস আগাম পর্ব

Shruti Das and Swarnendu Samaddar, Shruti Das and Swarnendu Samaddar marriage

শ্রুতির শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, হাঁটু মুড়ে স্বর্ণেন্দুকে আংটি পরালেন অভিনেত্রী। এরপর স্বামীর হাতে চুমু খেয়ে সেই হাত নিজের কপালে ঠেকান নায়িকা। ‘রাঙা বউ’ অভিনেত্রীর এই প্রেমে মোড়া ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ মেঘকে ছেড়ে কুটনি ময়ূরীকে বিয়ে করবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র মোড়ঘোরানো পর্ব

প্রসঙ্গত, বিয়ের দিন একেবারে অন্যরকম সাজে সেজে উঠেছিলেন শ্রুতি। লাল টুকটুকে শাড়ি ছেড়ে সাদা জামদানি পরেছিলেন অভিনেত্রী। তাতে রয়েছে সরু লাল রঙের পাড়। অপরদিকে শ্রুতির শাড়ির সঙ্গে মিলিয়ে সাদা রঙের পাঞ্জাবি পরেছিলেন স্বর্ণেন্দু। সেই সঙ্গেই সোনা ছেড়ে রূপোর গয়নায় সেজে উঠেছিলেন শ্রুতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥