• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নৈহাটির ‘বড়মা’র ছবি দিয়ে রোষের মুখে ‘রাঙা বউ’! নিন্দুকদের যোগ্য জবাব দিলেন শ্রুতি দাস

নৈহাটির বড়মা (Boro Maa) কখনও খালি হাতে ফেরান না। মন দিয়ে চাওয়া হলে তিনি ঠিক সেই আশা পূরণ করেন- ভক্তদের এমনটাই বিশ্বাস। ব্যস্ত সূচির মধ্যে থেকে সময় বের করে এই বছর তাই বড়মার দর্শন করতে ছুটে গিয়েছিলেন ‘রাঙা বউ’ (Ranga Bou) অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। সঙ্গে ছিলেন নায়িকার স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার।

‘বড়মা’র দর্শন করার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রুতি দাস। ক্যাপশন হিসেবে লেখেন, ‘ধর্ম যার যার বড়মা সবার’। অভিনেত্রীর সেই পোস্টে বেশ কিছু নেটিজেন ‘হা হা’ রিয়্যাক্ট দেন। তা দেখে খানিকটা রুষ্ট হন ‘রাঙা বউ’ নায়িকা। কমেন্ট সেকশনেই অভিনেত্রী লেখেন, ‘হা হা প্রদানকারীরা একবার দেখে এলে সবটা বুঝতে পারবেন’।

   

Shruti Das on Boro Maa controversy

শ্রুতি এই কমেন্ট করার পর থেকেই শুরু হয় বিতর্ক। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নিজে। এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে ‘রাঙা বউ’ নায়িকা বলেন, ‘দুঃখের সঙ্গে বলছি, যারা ‘হা হা’ দিয়েছেন তাঁরা বেশিরভাগই মুসলিম বন্ধু। আমি একটা কথাই বলতে চাই, ‘ধর্ম যার যার বড়মা সবার’ এই কথাটা ঐক্যই বোঝায়। সেটাকে প্রত্যেকের গ্রহণ করা উচিত। এখানে ‘হা হা’ দেওয়ার কী আছে?’

আরও পড়ুনঃ এত লোভ! পরাগকে ব্ল্যাকমেল করতেই শিমুলকে ভুল বুঝলো মধুবালা সহ প্রতিবেশীরা, ফাঁস মহাধমকা পর্ব

তাহলে কি একটি নির্দিষ্ট ধর্মমতে আস্থা রাখা মানুষদেরই নিশানা করেছেন শ্রুতি? জবাবে অভিনেত্রী বলেন, ‘ওনারাও মসজিদ খুলে দিন না, আমিও সেখানে যাবো’। ‘রাঙা বউ’ নায়িকা বলেন, তাঁর সংশ্লিষ্ট মন্তব্যের বিরোধিতা করে একজন ব্যক্তি সমাজমাধ্যমে তাঁকে জিজ্ঞেস করেন, ‘যদি কাবা ঘর বলি, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, আপনি কি সেটা মেনে নেবেন? আপনি যাবেন?’

আরও পড়ুনঃ আর গেল না লোকানো, নেটপাড়ায় জিতুর সাথে সম্পর্কের কথা স্বীকার করলেন শ্রাবন্তী!

Shruti Das on Boro Maa controversy

জবাবে অভিনেত্রী বলেন, ‘কাবা ঘর কাকে বলে আমি জানি না, সেটা আমারই অজ্ঞতা। তবে আমার কাছে যদি কাবা ঘরে যাওয়ার সুযোগ থাকে অথবা আমি যদি সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করি, তাহলে আমি সেখানে অবশ্যই যাবো’।

কথার সূত্রেই শ্রুতি বলেন, ‘আমার ভীষণ ইচ্ছা মক্কায় যাওয়ার। ছেলেবেলায় আমি বসে বসে কোরান পড়তাম। ওই ভাষাটা আমি শেখার চেষ্টা করতাম। ওঁদের বাড়ি শিশুরা আমাদের বাড়িতে বড় হয়েছে। আমিও ওঁদের বাড়ি গিয়েছি। আমি এই ভেদাভেদ মানি না’। শ্রুতি এও জানান, তাঁর বোরখা পরতেও খুব ভালোলাগে। বোরখা পরে তিনি অভিনয়ও করেছেন। এক কথায়, ‘রাঙা বউ’ নায়িকা যে ঐক্যতেই বিশ্বাসী তা তাঁর কথা থেকেই পরিষ্কার।