সম্প্রতি সাত পাকে বাঁধা (Marriage) পড়েছেন বাংলা টেলি ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। জি বাংলার ‘রাঙা বউ’ (Ranga Bou) ধারাবাহিকের নায়িকা কাছের মানুষদের উপস্থিতিতে প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। খুব বড় অনুষ্ঠান না করলেও শ্রুতির বিয়ের সাজ এবং শাড়ি (Bridal Saree) নজর কেড়েছে সকলের। বিয়ের দিন বাঙালি কনেকে শুধু লাল শাড়িই পড়তে হবে সেই ধারণাকে সরাসরি আঘাত করেছেন তিনি।
শ্রুতি এমন একজন অভিনেত্রী যিনি বরাবর ছক ভাঙা পথে চলতে ভালোবাসেন। বিয়ের দিনও তার অন্যথা হয়নি। বাঙালি কনে মানেই তাঁকে লাল শাড়িতে সেজে উঠতে হবে এই ধারণা ভাঙতে চেয়েছিলেন পর্দার ‘রাঙা বউ’। একটু অন্যরকম সাজতে চেয়েছিলেন তিনি। সেই জন্য লালের বদলে সাদা রঙের শাড়ি বেছে নেন অভিনেত্রী। আর তাতেই অপূর্ব সুন্দরী দেখাচ্ছিল তাঁকে।
শ্রুতিকে দেখে অনেকেই চোখ ফেরাতে পারছিলেন না। সাদা এবং লালের মিশেলে তৈরি সেই শাড়িতে ট্র্যাডিশনের পাশাপাশি ফুটে উঠেছিল অভিনবত্ব। জনপ্রিয় এই টেলি অভিনেত্রীর বিয়ের শাড়ি ডিজাইন করেছিলেন জনপ্রিয় পোশাকশিল্পী অভিষেক রায়।
শ্রুতি বড় সাধ করে অভিষেককে নিজের বিয়ের জন্য সাদা রঙের শাড়ি ডিজাইন করে দিতে বলেছিলেন। কিন্তু সেই শাড়িতে যাতে লালের ছোঁয়াও থাকে সেটা চেয়েছিলেন অভিনেত্রী। তাঁর পছন্দ অনুযায়ীই শাড়ি এবং মানানসই ওড়না ডিজাইন করেছিলেন অভিষেক। তবে এই শাড়ির বিশেষত্ব যদি শোনেন তাহলে চমকে যাবেন আপনি।
আরও পড়ুনঃ কৌশাম্বীর জন্মদিনেই শেষ লুকোচুরি! মনের কথা জানালেন মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’ আদৃত
আরও পড়ুনঃ লাবণ্য থেকে ঝিলমিল, শাড়ি ছেড়ে বোল্ড লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন সিরিয়ালের এই ৭ শ্বাশুড়ি
অভিষেক জানিয়েছেন, শ্রুতির শাড়ি কটন বেসড চান্দেরি ফ্যাব্রিকের ওপর বানানো হয়েছে। সেই শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। পাশাপাশি বাঙালি ট্র্যাডিশনকে ফুটিয়ে তোলার জন্য শাড়ির ওপর জামদানির এমব্রয়ডারি করা হয়েছিল। সেই সঙ্গে ফুটিয়ে তোলা হয় সেলফ জামদানির বুননও। তার ওপর অ্যান্টিক গোল্ডেন জরির হাইলাইটও করা রয়েছে।
অভিষেক বলেন, শ্রুতির বিয়ের শাড়ি বানাতে মোট এক মাস সময় লেগেছে। তবে তিনি একা বানাননি শাড়িটি। একাধিক শিল্পী মিলে এই শাড়ি বানিয়েছেন। সেই শাড়িতে বসানো রয়েছে জামদানি পাড় এবং তার পাশ দিয়ে গিয়েছে লাল রঙের সরু পাইপিং। জানা গিয়েছে, শ্রুতির বিয়ের শাড়ির দাম ১৩-১৪ হাজারের কাছাকাছি। শাড়ি, ব্লাউজ, ওড়না মিলিয়ে সম্পূর্ণ সেটের দাম ১৬-১৭ হাজার টাকা। নেটিজেনদের একাংশের মত, বলিউড নায়িকাদের থেকেও বেশি সুন্দর দেখতে শ্রুতির শাড়ি।