• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৌশাম্বীর জন্মদিনেই শেষ লুকোচুরি! মনের কথা জানালেন মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’ আদৃত

Published on:

Adrit Shares photo with Kaushambi Chakraborty on her Birthday

Mithai Serial Adrit Shared photo with Kaushambi Chakraborty on her Birthday: এই মুহূর্তে টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে টেলি অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রেমের গুঞ্জন। ‘মিঠাই’ (Mithai) শেষ হওয়ার আগে থেকেই চর্চায় রয়েছেন এই জুটি। সিরিয়ালে আদৃত অভিনয় করেছিলেন নায়ক সিদ্ধার্থ মোদকের চরিত্রে আর তারই পিসতুতো দিদি নন্দার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী।

তাই পরবর্তীতে তাঁরা সম্পর্কে জড়ানোয় বিষয়টা একেবারেই মেনে নিতে পারছেন না সিরিয়াল প্রেমীদের একাংশ। পর্দার ভাইবোন জুটির বাস্তবে প্রেম করার বিষয়টা কিছুতেই হজম করতে পারছিলেন না তারা। যদিও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।

Mithai actress Kaushambi Chakraborty's sweet video with her pet dog goes viral

ইতিপূর্বে একাধিক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কে থাকার  বিষয়টা খোলসা করে না বললেও সোশ্যাল মিডিয়ার পাতায় কিন্তু ঠারে ঠোরে তাঁরা বুঝিয়ে দিয়েছেন এখন তাঁদের প্রেম জমে ক্ষীর।ইতিপূর্বে আদৃতও জানিয়েছেন দর্শকদের থেকে কোনো কিছুই লুকোনো সম্ভব নয়। তাই এবার প্রেমিকার জন্মদিনেই খুল্লামখুল্লা মনের কথা জানিয়ে দিলেন আদৃত।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় সচারাচার অ্যাক্টিভ থাকেন না আদৃত। তবে দেরিতে হলেও এদিন কিন্তু প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা।দুজনের একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়ে এদিন প্রেমিকাকে এক বিশেষ নামও দিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ কৌশাম্বীকে জোর করে ‘উচ্ছে মিষ্টি’ খাওয়াচ্ছেন সৌমিতৃষা! ফাঁস হতেই ভাইরাল গোপন ভিডিও

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,কৌশাম্বী চক্রবর্তী,Kaushambi Chakraborty,জন্মদিনের শুভেচ্ছা,Birthday Wish,ভাইরাল ছবি,Viral Photo

ফেসবুকে কৌশাম্বীকে ‘ক্রেজি ওম্যান’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আদৃত লিখেছিলেন ‘শুভ জন্মদিন পাগল মহিলা! তোমার জন্য অনেক অনেক আনন্দ কামনা করি, হাসতে থাকো সবসময় কৌশাম্বি চক্রবর্তী’। বহুদিন পর ‘কৌদৃত’ জুটির ছবি দেখে উচ্ছসিত অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছায় মুড়িয়ে দিয়েছেন অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ ফিরে এল ‘মোহর’ ম্যাজিক! এক্কাদোক্কার রাধিকা-অনির্বাণের বিয়ে দেখে মুগ্ধ দর্শক

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,কৌশাম্বী চক্রবর্তী,Kaushambi Chakraborty,জন্মদিনের শুভেচ্ছা,Birthday Wish,ভাইরাল ছবি,Viral Photo

 

এদিন আদৃতের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর বহুলগ্না হয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন কৌশাম্বী। ছবিটি ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে ছবিটি আদৃতের বাড়িতেই তোলা। এদিন বার্থডে গার্ল কৌশাম্বীর পরনে ছিল মেরুন শাড়ি অন্যদিকে আদৃত পরেছিলেন হলুদ রঙের পাঞ্জাবী এবং সাদা পাজামা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥