• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটি টাকা থেকেও কপালে নেই সুখ, পরিবারক ঝামেলায় জেরবার এই ৫ বলি তারকাদের জীবন

Published on:

5 Bollywood Celebrity who had Family Problems

লোকের সামনেই যতই হাসিমুখে থাকার চেষ্টা করা হোক না কেন, অনেকেরই ব্যক্তিগত জীবনের সত্যিটা একটু অন্য। এই যেমন বলিপাড়ার সেলিব্রিটিরাই পর্দায় হোক বা ক্যামেরার সামনে সর্বদা হাসিমুখে ধরা দেওয়া চেষ্টা করেন। লোকে হয়তো ভাবে সুপারস্টার, কোটি টাকার সম্পত্তি জীবনে আর কি চাই! কিন্তু ঠিকভাবে খোঁজ নিলে দেখা যায় তাদের ব্যক্তিগত জীবনে সুখ নেই।

টাকা থাকলেই সুখী পরিবার হয় না, বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন অনেকেই রয়েছে যারা একসাথে থাকেন পর্যন্ত না। আজকের প্রতিবেদনে এমন কিছু তারকাদের সম্পর্ক জানাবো যারা হয়তো কোটিপতি কিন্তু পারিবারিক সমস্যায় জেরবার হয়ে যাচ্ছে তাদের জীবন। এই তালিকায় এমন কিছু নাম রয়েছে যেটা সকলকে অবাক করে দেবে।

Rishi Kapoor ঋষি কাপুর রণবীর কাপুর Ranbir Kapoor

রণবীর কাপুর ও ঋষি কাপুর (Ranbir Kapoor & Rishi Kapoor) : অ্যানিমাল ছবির জেরে ব্যাপক চর্চায় রয়েছেন রণবীর কাপুর। কোটিটাকার সম্পত্তি সুন্দরী স্ত্রী থেকে সন্তান সবই আছে তার কাছে। কিন্তু বাবা ঋষি কাপুরের সাথে সম্পর্ক মোটেই ভালো ছিল না তাঁর। রণবীর নিজেই জানান, ‘রোজ বাবা-মায়ের ঝগড়া হত। সিঁড়ির কোণে কাঁদতে কাঁদতে অপেক্ষা করতাম কখন ঝগড়া শেষ হবে’।

আরও পড়ুনঃ বিয়ের করছে ‘উচ্ছেবাবু’ আদৃত! ভাইরাল গুঞ্জন বিয়ে অবশেষে মুখ খুললেন কৌশাম্বী চক্রবর্তী

Finaly fight between Govinda and sister's son Krushna resolves

গোবিন্দা ও ক্রুষ্ণা (Govinda & Krushna) : বলিপাড়ার হাসিমুখের প্রিয় নায়ক গোবিন্দা। কমেডি চরিত্রে তাঁর জবাব নেই, কিন্তু ক্যামেরার সামনে হাসলেও আড়ালে রয়েছে কষ্ট। ভাগ্নে ক্রুষ্ণার সাথে গোবিন্দার সম্পর্ক খারাপ হয় যখন ক্রুষ্ণার কমেডি নাইটস লাইভের বদলে কপিল শর্মার শোতে গিয়ে নিজের সিনেমার প্রচার করেন। এরপর দীর্ঘদিন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি চলেছিল।

আরও পড়ুনঃ নায়িকার বান্ধবী হতেই চাইনি! পর্ণা জেলে যেতেই ‘নিম ফুলের মধু’ নিয়ে বিস্ফোরক পর্দার রুচিরা সৌমি

Aamir Khan sad

আমির খান (Amir Khan) : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নাম আমির খানকে চেনেন অনেকেই। কিন্তু জানেন কি ব্যক্তিগত জীবনে কি গিয়েছে মানুষটার ওপর দিয়ে? একাধিক বিয়ে থেকে বিবাহবিচ্ছেদের জেরে বহুবার শিরোনামে আসতে দেখা গিয়েছে অভিনেতাকে। তবে অনেকেই জানেন না, ভাই ফয়জলের কাস্টিডি পেতে নিজের বাবার বিরুদ্ধে মামলা লড়তে হয়েছিল তাঁকে।

Ameesha Patel, Ameesha Patel on affair with Vikram Bhatt

আমিশা পাটেল (Ameesha Patel) : ‘কাহোনা প্যার হে’ নায়িকা হিসাবে আজও জনপ্রিয় আমিশা পাটেল। কিন্তু একসময় নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই পুলিশে অভিযোগ করেন অভিনেত্রী। কারণ হিসাবে জানা যায়, তাঁর টাকা তাকে না জানিয়েই ব্যবসায় লাগাচ্ছিলেন বাবা। এরপর বাবা-মায়ের সাথে সম্পর্কই শেষ হয়ে যায় আমিশা পাটেলের।

Hrithik Roshan

ঋত্বিক রোশনের বোন (Hrithik Roshan) : ঋত্বিক রোশনকে কে না চেনে! ছোট থেকেই তাঁর ছবি দেখে বড় হয়েছেন অনেকেই। তবে যেটা সকলে জানেন না সেটা হল, অভিনেতার দিদি সুনাইয়া রোশনের ব্যাপারে। ২০১৯ সালে সুনাইয়া খবরের শিরোনামে আসেন। যখন তিনি জানান, মুসলিম ছেলের সাথে সম্পর্কের কারণ বাবা রাকেশ রোশন গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক তৈরী হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥