• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের করছে ‘উচ্ছেবাবু’ আদৃত! ভাইরাল গুঞ্জন বিয়ে অবশেষে মুখ খুললেন কৌশাম্বী চক্রবর্তী

Published on:

বিয়ে নিয়ে মুখ খুললেন কৌশাম্বী চক্রবর্তী : Finally Kaushambi Chakraborty opens up about Rumour of Wedding with Adrit Roy

বিয়ের মরশুম (Wedding Season) পড়তেই একাধিক তারকরা সাত পাকে ঘুরেছেন। সৌরভ দর্শনা থেকে তবে টলিপাড়ায় হইহই পরে গিয়েছে ‘মিঠাই’ এর ‘উচ্ছেবাবু’ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) এর বিয়ের খবরে। গল্পে দিদি ও ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু সিরিয়াল চলাকালীনই কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) সাথে প্রেম করছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।

সম্প্রতি শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত রায়। এমনিতেই কৌশাম্বীর সাথে প্রেমের গুঞ্জনে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে প্রেম নিয়ে কোনো মন্তব্যই করেননি কেউ। এমতাবস্তায় জানুয়ারি মাসেই বিয়ে, খবর পেতেই চমকে উঠেছিলেন সকলে। এখন প্রশ্ন হচ্ছে যেটা রটছে সেটা কি আদৌ ঘটতে চলেছে? নাকি সবটাই গুজব?

Mithai fame Adrit Roy and Kaushambi Chakraborty spent Ashtami together

ভাইরাল বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন খোদ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। এই বিষয়ে প্রশ্ন করা হল তিনি বলেন, ‘জানুয়ারিতে আমরা বিয়ে করছি কে বলল? আর কারাই বা আমাদের বিয়ে দিচ্ছে, আমি তো বুঝতে পারছি না কিছু। এই মুহূর্তে আমরা আমাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।  আমরা কাজ করছি, এসব ভুলভ্রান্তি গুঞ্জনে একদমই কান দেবেন না। তাছাড়া আমার জীবনে যখন কিছু হবে তখন সেটা আপনারা সবাই জানতে পারবেন’।

আরও পড়ুনঃ সুখময় হয়নি দাম্পত্য! ২০২৩ এ বিচ্ছেদের পথে হেঁটেছেন এই ৫ টলি তারকারা

যেমনটা জানা যায়, প্রায় দুবছর আগে ২০২২ সালে বিয়ে ঠিক হয়েছিল আদৃত রায়ের। সুপ্রিয়ার সাথে বিয়ের ডেট পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। মাঝে দুজনের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনদের ধারণা, কৌশাম্বীর সাথে প্রেমের জেরেই এমনটা হয়েছিল। যদিও সবটাই অনুমান মাত্র।

কৌশাম্বী চক্রবর্তী : Kaushambi Chakraborty opens up about Rumour of Wedding with Adrit Roy

আরও পড়ুনঃ ধ্যাষ্টামো জেঠুর সাথে ভাসান ড্যান্স! ধামাকাদার নিউ ইয়ার সেলিব্রেশনে মাতল টিম নিম ফুলের মধু

প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালের পর আদৃত রায়কে আর ছোটপর্দায় দেখা যায়নি। ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে তাকে আবারও নতুন রূপে দেখা যাবে। তবে সম্প্রতি এই আক্ষেপ কিছুটা পূরণ হয়েছে। জি বাংলার নতুন মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শোনা গিয়েছে আদৃতের কন্ঠের গান। অন্যদিকে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু দেবের সাথে প্রধান ছবিতে অভিনয় করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥