• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্স অফিসে সুপারহিট! দিনে কামাচ্ছে ১০০ কোটি+, ‘অ্যানিমাল’এ রণবীর-রশ্মিকাদের পারিশ্রমিক কত জানেন?

Published on:

Ranbir Kapoor Rashmika Mandanna’s Animal Movie Star Cast Fees details

সিনেপ্রেমী মানুষরা এখন ‘অ্যানিমাল’ (Animal) জ্বরে কাবু। রিলিজের পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে রণবীর কাপুর-রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি। চকোলেট বয় থেকে সোজা অ্যাকশন অবতারে হাজির হয়েছেন ঋষি-পুত্র। নজর কেড়েছে দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানার সঙ্গে তাঁর উষ্ণ রসায়ন। বোনাস হিসেবে রয়েছেন অনিল কাপুর, ববি দেওলের মতো তারকারা। চলুন তাহলে জেনে নেওয়া যাক, চোখ ধাঁধানো এই স্টারকাস্টের পিছনে কত টাকা খরচ (Animal Cast Fees) হল ‘অ্যানিমাল’ নির্মাতাদের।

৪. অনিল কাপুর (Anil Kapoor)- বয়স যে ষাট পেরিয়ে গিয়েছে তা অনিল কাপুরকে দেখে বোঝা দায়। অভিনেতা সত্যিই এভারগ্রিন। ‘অ্যানিমাল’ ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অনিল।

Anil Kapoor Animal cast fees

৩. রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)- ‘অ্যানিমাল’র হাত ধরে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করলেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানা। রণবীরের সঙ্গে তাঁর রসায়নে মুগ্ধ দর্শকরা। প্রশংসিত হয়েছে রশ্মিকার অভিনয়ও। এই ছবির জন্য তিনি ৪ কোটি টাকা চার্জ করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ কাজের অভাবে ডুবেছিলেন মদের নেশায়! ‘অ্যানিম্যাল’এ দর্শকদের প্রশংসা পেয়ে চোখে জল ববি দেওলের

Rashmika Mandanna Animal cast fees

২. ববি দেওল (Bobby Deol)- প্রায় সাড়ে তিন ঘণ্টার ছবিতে মাত্র ২০ মিনিট মুখ দেখিয়েছেন ববি দেওল। আর তাতেই যা করার করে দিয়েছেন তিনি। বলিউডের দ্বিতীয় ইনিংসটা ভালোই শুরু করলেন ধরম-পুত্র। ‘অ্যানিমাল’এ কয়েক মিনিট মুখ দেখানোর জন্য ববি ৪-৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর।

আরও পড়ুনঃ গোবিন্দা-অনিলের রিজেক্ট করতেই খোলে ভাগ্য! অমিতাভ বচ্চনের জীবন পাল্টে দেওয়া ছবির নাম জানেন?

Bobby Deol cried after Animal success

১. রণবীর কাপুর (Ranbir Kapoor)- রণবী যের ফুরিয়ে যাননি তা আরও প্রমাণ করে দিল ‘অ্যানিমাল’র ব্লকবাস্টার সাফল্য। অনেকেই বলছেন, নিজের কেরিয়ারের সেরা অভিনয়টা এই ছবিতেই করেছেন তিনি। স্বাভাবিকভাবেই পারিশ্রমিকটাও তেমনই পেয়েছেন।

Ranbir Kapoor Animal box office collection

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘অ্যানিমাল’র জন্য প্রায় ৩০-৪০ কোটি টাকা চার্জ করেছেন রণবীর। শুধু এটুকুই নয়, শোনা যাচ্ছে ছবির আয়ের থেকেও একটি নির্দিষ্ট লভ্যাংশ পাবেন অভিনেতা। প্রযোজনা সংস্থার সঙ্গে এমন চুক্তিই করেছেন ঋষি-পুত্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥