• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজের অভাবে ডুবেছিলেন মদের নেশায়! ‘অ্যানিম্যাল’এ দর্শকদের প্রশংসা পেয়ে চোখে জল ববি দেওলের

Published on:

Bonny Deol Breaks down after Animal became superhit and netizens prais his acting

বলিউড থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিলেন ধর্মেন্দ্রর দুই ছেলে। সানি দেওল এবং ববি দেওল (Bobby Deol) দু’জনের নামের পাশেই জুটেছিল ‘ফ্লপস্টার’ তকমা। ২০২৩ সালটা যে তাঁদের কেরিয়ারের মোড় ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দেবে তা ভাবতে পারেনি কেউ। কিন্তু তেমনটাই হল। এই বছর ‘গদর’র হাত ধরে প্রাণ পেয়েছিল সানির কেরিয়ার। এবার ‘অ্যানিমাল’র (Animal) হাত ধরে ঘুরে দাঁড়ালেন ববি।

ডিসেম্বর মাসের শুরুতেই প্রেক্ষাগৃহে রিলিজ করেছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ‘অ্যানিমাল’। গোটা ছবি জুড়ে রয়েছে শুধু রণবীর কাপুর, ববিকে দেখা গিয়েছে বড়জোর ২০ মিনিট মতো। মুখে সংলাপ নেই। আর তাতেই বাজিমাত করেছেন অভিনেতা। অভিনয়টা যে তাঁদের রক্তে রয়েছে তা প্রমাণ করে দিয়েছেন ধর্মেন্দ্র-পুত্র।

Bobby Deol cried after Animal success

রণবীরের পাশাপাশি ববিকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। এত বছর পর বড়পর্দায় সাফল্যের মুখ দেখলেন অভিনেতা। স্বাভাবিকভাবেই দর্শকদের এমন প্রতিক্রিয়া দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আটকে রাখতে পারেননি নিজের চোখের জল।

আরও পড়ুনঃ বন্ধুকে বিয়ে করেছে ছোটবেলার প্রথম প্রেমিকা! এতদিনে ভালোবাসা নিয়ে মুখ খুললেন দিব্যজ্যোতি

‘অ্যানিমাল’ রিলিজের দিন সবার সঙ্গে বসে ছবি দেখেন ববি। কোনও চেয়ার নয়, বরং দর্শকদের সঙ্গে মাটিতে বসেই সম্পূর্ণ সিনেমা দেখেছিলেন ধর্মেন্দ্র-পুত্র। কেরিয়ারের শুরুটা ভালো হলেও, দীর্ঘ সময় ব্যর্থতার মুখ দেখেছেন অভিনেতা। কয়েকদিন আগে ‘কফি উইথ করণ’এ এসে নিজেই বলেছিলেন, হাতে কাজ না থাকায় মদের নেশায় ডুবে গিয়েছিলেন তিনি।

Bobby Deol cried after Animal success

তবে ‘আশ্রম’ ওয়েব সিরিজের হাত ফের কেরিয়ারের মোড় ঘোরে ববির। এবার ‘অ্যানিমাল’ হিট হওয়ার সঙ্গে বড়পর্দাতেও সাফল্যের মুখ দেখলেন অভিনেতা। সম্প্রতি যেমন অভিনেতার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, কেঁদে ফেলেছেন তিনি।

আরও পড়ুনঃ গোবিন্দা-অনিলের রিজেক্ট করতেই খোলে ভাগ্য! অমিতাভ বচ্চনের জীবন পাল্টে দেওয়া ছবির নাম জানেন?

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভাইরাল সেই ভিডিওয় দেখা যাচ্ছে, গাড়িতে বসে আছেন ববি। তাঁকে ঘিরে ছবি তুলছেন পাপারাৎজিরা। ছবিশিকারীরা বলেন, ‘অ্যানিমাল খুব ভালো হয়েছে’। তা শুনে গাড়ি থেকে নেমে হাত জোড় করে অভিনেতা বলেন, ‘আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। ঈশ্বর মঙ্গলময়। আমার মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি’। একথা বলেই কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। তবে এই চোখের জল যে আনন্দের তা আর বলে দিতে হয় না!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥