• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসছে বিরাট কোহলির বায়োপিক! বিশ্বকাপের সাফল্যের মাঝেই ‘সুখবর’ ফাঁস করলেন রণবীর

Published on:

Ranbir Kapoor opens up about Virat Kohli biopic

ক্রিকেট তো বটেই, বলিউডের (Bollywood) অন্দরেও বেশ জনপ্রিয় বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ফিটনেস, গুড লুকস নিয়ে বহুল চর্চা হয়। বিশ্বকাপের আবহে সেই আলোচনা কয়েকগুণ বেড়ে গিয়েছে। সদ্য সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ক্রিকেটের ইতিহাসে নয়া মাইলফলক ছুঁয়েছেন বিরাট। আর তারপর থেকেই অনুগারীরা চাইছেন, কোহলির জীবনকাহিনী এবার বড়পর্দায় ফুটিয়ে তোলা হোক। সচিন, ধোনির পর এবার বিরাট কোহলির বায়োপিক (Virat Kohli Biopic) আসুক বিরাটের।

বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আসর বসেছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ব্যাট হাতে সেই ম্যাচে ঝড় তুলেছিলেন বিরাট। দর্শকাসনে বসে সেই রাজকীয় ইনিংসের সাক্ষী থেকেছেন বহু বলিউড তারকা। উপস্থিত ছিলেন রণবীর কাপুরও (Ranbir Kapoor)। কয়েকদিন ধরে আবার গুঞ্জন শোনা যাচ্ছে, বিরাটের বায়োপিকে নাকি রণবীরকেই মুখ্য চরিত্রে দেখা যাবে। সেমিফাইনালের দিন সরাসরি এই প্রশ্ন করা হয় অভিনেতাকে।

Ranbir Kapoor opens up about Virat Kohli biopic

বিরাটের বায়োপিকে অভিনয় প্রসঙ্গে জিজ্ঞেস করা হতেই দুর্দান্ত জবাব দেন রণবীর। ঋষি-পুত্র সাফ বলেন, ‘বিরাট কোহলির ওপর যদি কখনও বায়োপিক তৈরি করা হয় তাহলে সেখানে বিরাটের নিজের থাকা উচিত। বিরাটকে অনেক বলিউড অভিনেতার থেকে ভালো দেখতে। পাশাপাশি তিনি ভীষণ ফিট একজন মানুষ’।

আরও পড়ুনঃ বিচ্ছেদ জল্পনায় জল, বিগ বসের ঘরেই গর্ভবতী সুশান্তের প্রাক্তন! খবর ফাঁস হতেই চোখ কপালে সকলের

রণবীরের এই উত্তর শুনে বেশ খুশি হয়েছেন বিরাট-অনুরাগীরা। পাশাপাশি অনেকেই ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতার জবাবের সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকেই হয়তো জানেন, গুড লুকিং হওয়ার পাশাপাশি বিরাট খুব ভালো নাচতেও পারেন। তাই ভবিষ্যতে যদি কখনও তাঁর বায়োপিক তৈরি হয় তাহলে মুখ্য চরিত্রে স্বয়ং বিরাটকেই কাস্ট করতেই পারেন নির্মাতারা।

আরও পড়ুনঃ থাইল্যান্ড থেকে ফিরেই সুখবর! দিওয়ালির আগেই নতুন সদস্য পরিবারে, নিজেই জানালেন শ্রাবন্তী

Ranbir Kapoor on Virat Kohli biopic

তাই হতেই পারে রণবীরের বলা এই কথা কয়েক বছর পর সত্যি হয়ে গেল। কারণ বিরাট-পত্নী অনুষ্কা নামী অভিনেত্রী হওয়ার পাশাপাশি অত্যন্ত সফল প্রযোজকও। রণবীর-অনুষ্কার বন্ধুত্বের কথাও অনুরাগীদের অজানা নয়। কে বলতে পারে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সহ অভিনেতার এই পরামর্শ মনে ধরে গেল অনুষ্কার এবং তিনিই প্রযোজনা করলেন সেই ছবির!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥