• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদ জল্পনায় জল, বিগ বসের ঘরেই গর্ভবতী সুশান্তের প্রাক্তন! খবর ফাঁস হতেই চোখ কপালে সকলের

Updated on:

Ankita Lokhande did Pregnancy Test in Big Boss Viewers Schoked

এই মুহূর্তে ‘বিগ বস’র (Bigg Boss 17) ঘরে রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) এবং তাঁর স্বামী ভিকি জৈন (Vicky Jain)। জুটি হিসেবে সলমন খানের শোয়ে অংশগ্রহণ করেছেন তাঁরা। যদিও ‘বিগ বস’র বাড়িতে পা রাখার পর থেকেই চরমে উঠেছে তাঁদের অশান্তি। রোজ রোজ ভুল বোঝাবুঝি, মান অভিমান দেখে অনেকে প্রশ্ন তুলছেন তাঁদের সম্পর্ক নিয়ে।

তবে এসবের মাঝেই শোনা গেল খুশির খবর! কয়েকদিন আগেই অঙ্কিতা বলেছিলেন তাঁর খুব টক খেতে ইচ্ছে করছে। এবার অভিনেত্রী জানালেন, তিনি ঋতুমতী হননি। ‘পবিত্র রিস্তা’ অভিনেত্রী স্বামী ভিকিকে বলেন, তাঁর শরীর ভালো নেই। বাড়ি যেতে চান। এখানেই থামেননি অঙ্কিতা। ক্যামেরার সামনেই বলেন, তিনি গর্ভবতী কিনা তা নিশ্চিত করার জন্য রক্ত এবং মূত্র পরীক্ষা (Pregancy Test) করিয়েছেন।

Ankita Lokhande and Vicky Jain, Ankita Lokhande and Vicky Jain in Bigg Boss 17

অঙ্কিতার মুখ থেকে একথা শোনার পর থেকে তা নিয়ে বিস্তর চর্চা হচ্ছে নেটপাড়ায়। যদিও অভিনেত্রী আদৌ প্রেগন্যান্ট কিনা তা এখনও জানা যায়নি। রিপোর্ট আসলেই সেই বিষয়ে নিশ্চিত হতে পারবেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা।

আরও পড়ুনঃ আসছে বিরাট কোহলির বায়োপিক! বিশ্বকাপের সাফল্যের মাঝেই ‘সুখবর’ ফাঁস করলেন রণবীর

প্রসঙ্গত, ‘বিগ বস ১৭’য় (Bigg Boss) এন্ট্রি নেওয়ার পর থেকেই অশান্তি হচ্ছে ভিকি-অঙ্কিতার মধ্যে। প্রথম সপ্তাহটা মোটের ওপর ভালো কাটলেও আস্তে আস্তে বাড়তে থাকে তাঁদের মধ্যেকার ভুল বোঝাবুঝি। অঙ্কিতার দাবি, সলমনের শোয়ে আসার পর থেকে ভিকি তাঁকে ঠিক মতো সময় দিচ্ছেন না। অপরদিকে ভিকির কথায়, তিনি অঙ্কিতার জন্য নিজের মতো করে সময় কাটাতে পারছেন না।

আরও পড়ুনঃ থাইল্যান্ড থেকে ফিরেই সুখবর! দিওয়ালির আগেই নতুন সদস্য পরিবারে, নিজেই জানালেন শ্রাবন্তী

Ankita Lokhande and Vicky Jain fights in Bigg Boss house

এখন প্রায় প্রত্যেকদিনই কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি হচ্ছে ভিকি-অঙ্কিতার। দিন কয়েক আগে আবার বদলেছে দু’জনের থাকার ঘর। অঙ্কিতা এখন ‘মনে’র ঘরে আছেন, অপরদিকে ভিকি আছেন ‘বুদ্ধি’র ঘরে। স্বামীকে ছেড়ে থাকতে হবে শুনে কেঁদে ফেলেছিলেন অঙ্কিতা। কিন্তু ভিকিকে প্রাণ খুলে হাসতে দেখা যায়। ‘বিগ বস’ সেকথা ফাঁস করা দিতেই অশান্তি শুরু হয় তারকাজুটির মধ্যে। এখন সেই ঝামেলা কিছুটা কমলেও, আগামীদিনে ভিকি-অঙ্কিতার সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥