• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার শেষ ছবি নিজেই করতে চেয়েছিলেন রনবীর! ‘শর্মাজি নমকিন’ মুক্তির আগে আবেগপ্রবণ অভিনেতা

‘দ্য শো মাস্ট গো অন!’ সিনেমার পর্দায় শুধু নয়, বাস্তব জীবনেও প্রযোজ্য এই একই কথা। করোনা কালের শুরুতে অর্থাৎ ২০২০ সালে দেশব্যাপী গোটা বিনোদন জগতে নেমে এসেছিল অভিশাপ। এই অভিশপ্ত বছরে একের পর নক্ষত্র পতনের শোকের ছায়া নেমে এসেছিল গোটা বিনোদন জগতে। এই বছরেই প্রয়াত হন হিন্দি সিনেমা জগতের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর।

সেবছর ‘শর্মাজি নমকিন’-এর শুটিং করছিলেন ঋষি কাপুর। আর এটিই তাঁর অভিনীত শেষ ছবি। কিন্তু মৃত্যুর আগে এই ছবির শুটিং শেষ করে যেতে পারেননি এই বর্ষীয়ান অভিনেতা। জানা যায় এই ছবির শ্যুটিং চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। এরপর দ্রুত চিকিৎসা শুরু হলেও, তাকে আর ফিরিয়ে আনা যায়নি লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায়।

   

Rishi Kapoor ঋষি কাপুর রণবীর কাপুর Ranbir Kapoor

ছবির কাজ অসমাপ্ত রেখেই মৃত্যু হয় এই কিংবদন্তি বলি-অভিনেতার। তাঁর প্রয়াণে কাপুর পরিবারের পাশাপাশি গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে তৈরি হয় শোকের ছায়া। তবে হাল ছাড়েননি ছবির প্রযোজক ফারহান আখতার। সেইসাথে শোকে কাতর কাপুর পরিবারের সদস্যরা কথা দিয়েছিলেন যে ছবি শেষ করতে সব রকম সাহায্য করতে প্রস্তুত তারা। প্রথমদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর এই ছবির শ্যুটিংয়ের জন্য ভিস্যুয়াল এফেক্ট ব্যবহার করার কথা ভেবেছিলেন ফারহান।

Sharmaji Namkeen,শর্মাজি নামকিন,Rishi Kapoor,ঋষি কাপুর,Ranbir Kapoor,রনবীর কাপুর,Paresh Rawal,পরেশ রাওয়াল,Farhan Akhtar,ফারহান আখতার

এমনকি প্রস্থেটিকস মেক-আপের সাহায্য নিয়ে রনবীর নিজেই তার বাবা ঋষি কাপুরের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু কোনো কিছুই মনঃপূত হচ্ছিল না তাদের। সেসময় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা পরেশ রাওয়াল। বাবার শেষ ছবি পর্দায় আনতে শুরু থেকেই মরিয়া ছিলেন রনবীর। অবশেষে আগামী ৩১ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি এই ছবি প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রণবীর কাপুর।

Sharmaji Namkeen,শর্মাজি নামকিন,Rishi Kapoor,ঋষি কাপুর,Ranbir Kapoor,রনবীর কাপুর,Paresh Rawal,পরেশ রাওয়াল,Farhan Akhtar,ফারহান আখতার

একটি ভিডিয়োতে ‘শর্মাজি নমকিন’ ছবি ঘিরে তার আবেগের কথা জানিয়ে রনবীর বলেন ‘পরেশ রাওয়াল বাবার ভূমিকায় অভিনয় করার জন্য এগিয়ে এসেছিলেন। যদিও ব্যাপারটি মোটেই সহজ ছিল না। বিরাট চ্যালেঞ্জ ছিল। একই চরিত্রে দু’জন মানুষ অভিনয় করেছেন, ছবির জগতে এ ঘটনা সচারচর হয় না। তাই পরেশজির কাছে আমরা কৃতজ্ঞ। একমাত্র ওঁর জন্যই আজ বাবার শেষ ছবি পর্দায় হাজির করতে পারছি। আমার কাছে, বাবার প্রিয়তম স্মৃতিগুলোর মধ্যে অন্যতম হয়ে থাকবে এই ছবি। বাবাকে যেভাবে ভালোবেসেছেন আপনারা, চাইব এই ছবির উপরেও যেন সেই ভালোবাসা উপুড় করে দেন।’