• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌন্দর্য্য থেকে অভিনয়ে রশ্মিকাও ফেল! ফাঁস ‘অ্যানিমেল’ ছবির সুন্দরী অভিনেত্রীর নাম সহ আসল পরিচয়

Published on:

Ranbir Kapoor Animal Movie Actress Tripti Dimri Age Relation wiki All you need to know

বর্তমানে বক্স অফিসে সবচেয়ে বেশি চর্চিত ছবি রণবীর কাপুর (Ranbir Kapoor)রশ্মিকা মান্দানা (Rashmika Mandana) অভিনীত ‘অ্যানিমাল’ (Animal)। বাবা-ছেলের মধ্যেকার সম্পর্কের আবেগ, ভালোবাসা থেকে দুর্দান্ত অ্যাকশন সব মিলিয়ে বলিউড দুনিয়ায় সুপারহিট রণবীরের অ্যানিমাল। ছবির প্রত্যেক চরিত্রই প্রশংসিত হয়েছে, তবে একজন অভিনেত্রীর জনপ্রিয়তা চাপিয়ে গিয়েছে নায়িকা রশ্মিকাকেও। বর্তমানে অ্যানিমাল ছবির এই অভিনেত্রীর জাতীয় ক্রাশ এ পরিণত হয়েছেন।

হ্যাঁ ঠিকই ধরেছেন সুন্দরী অভিনেত্রী তৃপ্তি দিমরি (Tripti Dimri) এর কথাই বলা হয়েছে। যদিও গোটা ছবিতে মাত্র কয়েক মিনিটের জন্য দেখা মিলেছে তাঁর। তবে দর্শকদের মনে পাকাপাকি জায়গা নেওয়ার জন্য কিছু মুহূর্তই যথেষ্ট ছিল। অ্যানিমাল ছবির জেরে যেমন প্রশংসিত হচ্ছেন তৃপ্তি দিমরি, তেমনি তাঁর ব্যাপারে নেটিজেনদের আরও জানার আগ্রহও বেড়ে গিয়েছে কয়েকগুণ। আজ অভিনেত্রীর সম্পর্কেই জানাবো আপনাদের এই প্রতিবেদনে।

Animal Actress Tripti Dimri

অ্যানিমাল ছবির দৌলতে ন্যাশনাল ক্রাশ তৃপ্তি দিমরি (National Crush Animal Actress Tripti Dimri)

তৃপ্তি দিমরি নিজের অভিনয়ের যাত্রা শুরু করেন ২০১৭ সালে। ‘মম’ নামক ছবিতে শ্রীদেবীর সাথে দেখা গিয়েছিল তাকে। এরপর সানি দেওল, ববি দেওল থেকে শ্রেয়াস তলপেড়ের সাথে ‘পোস্টের বয়েজ’ এর হিন্দি রিমেক এ কাজ করেন। তবে প্রথম নায়িকা হওয়ার সৌভাগ্য হয় ২০১৮ সালে ইমতিয়াজ আলীর ছবি ‘লায়লা মজনু’তে। প্রথম ছবিতেই নজরকাড়া পারফর্মেন্সের দৌলতে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে ফেলেন তৃপ্তি।

আরও পড়ুনঃ বাংলায় আসছে ‘অ্যানিমাল’! কোন চরিত্রে অভিনয় করবেন কে? রইল টলিউডের Animal-র কাস্টিং

তৃপ্তি দিমরি অভিনীত সিনেমা ও ওয়েব সিরিজ (Tripti Dimri Movies & Web Series)

অবশ্য শুধুই বলিউড নয়, সিনেমার পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও  ইতিমধ্যেই বেশ জনপ্রিয় তৃপ্তি দিমরি। নেটফ্লিক্সের ব্যাপক চর্চিত ওয়েব সিরিজ ‘বুলবুল’ ও ‘কোয়ালা’ এ দেখা গিয়েছে অভিনেত্রীকে। কোয়ালা ওয়েব সিরিজের দৌলতে আজ প্রতিটা বিনোদনপ্রেমীর কাছে বেশ পরিচিত তিনি। এরপরই আসে অ্যানিমাল ছবিতে কাজের সুযোগ। আর কয়েক মিনিটের জন্য দেখা গেলেও নিজের অভিনয়ের ছাপ রাখতে সফল তৃপ্তি।

তৃপ্তি দিমরি অ্যানিমাল ছবিতে : Animal Actress Tripti Dimri Wiki Bio Age Relationship

অ্যানিমাল ছবিতে তৃপ্তি দিমরি এর অভিনয় (Tripti Dimri in Animal)

অ্যানিমাল ছবির প্রধান নায়িকা দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। কাহিনী অনুযায়ী নায়ক রণবীরের ক্ষতি করতে এসেছিলেন তিনি। কিন্তু পরবর্তীকালে ভালোবেসে ফেলেন নায়ক বিজয়কে। অর্থাৎ পার্শ্বচরিত্রেই ছিলেন তৃপ্তি, কিন্তু রণবীরের এতে তাঁর বোল্ড দৃশ্য গেঁথে গিয়েছে দর্শকমনে। সেই কারণেই তো নতুন ন্যাশনাল ক্রাশে পরিণত হয়েছেন তৃপ্তি দিমরি।

আরও পড়ুনঃ গল্পের মাথামুণ্ডু নেই, শুধুই হিংসা আর যৌনতা! ৪০০ কোটির ‘অ্যানিমাল’ নিয়ে বিস্ফোরক আমির খান

প্রসঙ্গত, এই চরিত্রের জন্য বহু জনের অডিশন নেওয়া হয়েছিল। সাইফ কন্যা সারা আলী খানও অডিশন দিয়েছিলেন এই চরিত্রের জন্য। কিন্তু সবাইকে টপকে তৃপ্তি সিলেক্টেড হন। এছাড়াও আরও একটি তথ্য রয়েছে অভিনেত্রীর সম্পর্কে যা এখনও অনেকেরই অজানা। অনুষ্কা শর্মার ভাই কার্নেশের সাথে প্রেমের সম্পর্কে ছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু সেই প্রেম টেকেনি, বিচ্ছেদ হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥