• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গল্পের মাথামুণ্ডু নেই, শুধুই হিংসা আর যৌনতা! ৪০০ কোটির ‘অ্যানিমাল’ নিয়ে বিস্ফোরক আমির খান

১ ডিসেম্বর থেকে ‘অ্যানিমাল’ (Animal) ঝড় উঠেছে গোটা ভারতে। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবি রিলিজের ৪ দিনের মাথাতেই বিদেশ সহ ভারতীয় বক্স অফিস (Box Office Collection) থেকে প্রায় ৪০০ কোটি আয় করে ফেলেছে। গ্লোবাল বক্স অফিসের নিরিখে বলা হলে সেই অঙ্কটা ৩৬০ কোটি পেরিয়ে গিয়েছে। একদিকে যেমন বক্স অফিসে রাজত্ব করছে ‘অ্যানিমাল’, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে বিতর্কও।

‘অ্যানিমাল’ দেখার পর অনেকেই বলেছেন, এই ছবিতে অমূলক হিংসা, উগ্র পৌরুষ, নারীবিদ্বেষ দেখানো হয়েছে। দর্শকদের একাংশ তো বটেই, অনেক সমালোচকের মুখেও শোনা গিয়েছে এই কথা। তবে সবাই যে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবির নিন্দা করেছেন এমনটা নয়। রামগোপাল ভার্মার মতো জনপ্রিয় পরিচালক যেমন এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন।

   

Animal movie Ranbir Kapoor

এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল হয়েছে সুপারস্টার আমির খানের (Aamir Khan) একটি ভিডিও। যা দেখে অনেকে দাবি করেছেন, তিনি নাকি ‘অ্যানিমাল’কে একহাত নিয়েছেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে আমিরের সেই বক্তব্য।

আরও পড়ুনঃ বক্স অফিসে সুপারহিট! দিনে কামাচ্ছে ১০০ কোটি+, ‘অ্যানিমাল’এ রণবীর-রশ্মিকাদের পারিশ্রমিক কত জানেন?

ভাইরাল সেই ভিডিওয় আমিরকে বলতে শোনা যাচ্ছে, ‘বেশ কিছু আবেগ আছে যার দ্বারা দর্শকদের উত্তেজিত করে তোলা খুব সহজ। এর মধ্যে একটি হচ্ছে হিংসা এবং অপরটি হল যৌনতা। যে সকল পরিচালকরা মেধার ধার ধারেন না, তাঁরা যে কোনও পরিস্থিতির মধ্যে হিংসা ও যৌনতা ঢুকিয়ে দিয়ে দর্শকদের মাতিয়ে রাখতে চান। কারণ তাঁদের মধ্যে গল্প বলার সেই প্রতিভাটাই নেই। তাঁরা মনে করেন এগুলো দেখালেই ছবি সফল। আমার মত, এটা আসলে ভুল। হতে পারে, অল্প সময়ের জন্য তাঁরা সাফল্য পেলেন। কিন্তু এতে আসলে সমাজের ক্ষতি হচ্ছে’।

Aamir Khan on Animal movie

এখানেই থামেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’। অভিনেতা আরও বলেন, ‘আমরা অর্থাৎ সিনেমার সঙ্গে যারা যুক্ত আছি, তাঁদের একটা নৈতিক দায়িত্ব আছে। যে দর্শকরা দেখছেন, বিশেষ করে কমবয়সীরা, তাঁদের মনে ওপর এই ছবিগুলি খুব একটা ভালো প্রভাব ফেলে না। আমাদের সব সময় মাথায় রাখা উচিত, আমরা যেন এমন কিছু না দেখাই যাতে একটা গোটা প্রজন্ম ভুল পথে চালিত হয়’।

আরও পড়ুনঃ শেষরক্ষা হল না! প্রয়াত CID খ্যাত এই জনপ্রিয় অভিনেতা, খবর শুনেই মন খারাপ ভক্তদের

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হলেও আমিরের এই সাক্ষাৎকার বহু পুরনো। যদিও নেটিজেনদের কথায়, অনেকদিন আগের হলেও ‘মিস্টার পারফেকশনিস্ট’র প্রত্যেকটি কথা এই সময়ে দাঁড়িয়েও অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষত ‘অ্যানিমাল’ রিলিজের পর এর প্রাসঙ্গিকতা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে বলে মত অনেকের।