• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্স অফিসে ‘অ্যানিমাল’ ঝড়, রিলিজ হতেই ভারত সহ বিদেশের মাটিতে রেকর্ড গড়ল রণবীরের ছবি

Published on:

Ranbir Kapoor,Animal,Box office collection,Bollywood,Movie,Bollywood movie,Bollywood news,Indian note,Indian rupees,Indian currency,রণবীর কাপুর,অ্যানিমাল,বক্স অফিস কালেকশন,বলিউড সিনেমা,বলিউড,সিনেমা,বলিউডের খবর,ভারতীয় টাকা,ভারতীয় নোট,ভারতীয় মুদ্রা,Animal box office collection,অ্যানিমাল বক্স অফিস কালেকশন

চকোলেট বয় রণবীর কাপুর (Ranbir Kapoor) এবার ‘অ্যানিমাল (Animal)’! ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত বহু প্রতীক্ষিত এই সিনেমা। রিলিজের আগেই অনেকে বলেছিলেন, চলতি বছরের সবচেয়ে ‘হিট মুভি’ হতে পারে এটি। মুক্তির দিন দেখা গেল, অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সেই ভবিষ্যদ্বাণী। ভারত তো বটেই, গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষ এখন ‘অ্যানিমাল’ জ্বরে কাবু।

গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছিল রণবীরের ছবির অগ্রিম বুকিং। সেদিনই টিকিট কেনার জন্য হামলে পড়েছিলেন দর্শকরা। প্রায় ৪.৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছিল পিভিআর, আইনক্স এবং সিনেপলিস। অ্যাডভান্স বুকিং ট্রেন্ড দেখেই বোঝা গিয়েছিল, রিলিজের দিন প্রেক্ষাগৃহে উপচে পড়বে দর্শকদের ভিড়। আর ঠিক তেমনটাই হল।

Ranveer Kapoor Animal Box Office Collection

বক্স অফিস বিশেষজ্ঞদের অনুমান, রিলিজের দিনেই প্রায় ৬০ কোটি টাকার ব্যবসা করতে পারে ‘অ্যানিমাল’। গ্লোবাল বক্স অফিস কালেকশনের (Box Office Collection) নিরিখে বললে সেই অঙ্কটা ১০০ কোটি গণ্ডি টপকে যেতে পারে। প্রথম দিন সারা বিশ্বে প্রায় ১০০-১১৫ কোটির ব্যবসা করতে পারে রণবীর-রশ্মিকার ছবি। টপকে যেতে পারে শাহরুখের ‘পাঠান’কে।

আরও পড়ুনঃ বলিউডের কপালে শনি! বক্সঅফিস কাঁপাবে ‘কান্তারা চ্যাপ্টার ১’, টিজার রিলিজ হতেই তোলপাড় নেটপাড়া

বছরের শুরুতে রিলিজ হওয়া ‘পাঠান’ প্রথম দিন সারা বিশ্বে ১০৫ কোটি টাকার ব্যবসা করেছিল। শাহরুখের আর এক ছবি ‘জওয়ান’ আয় করেছিল প্রায় ১২৯ কোটি টাকা। সেক্ষেত্রে ‘কিং খান’র ‘জওয়ান’কে টপকাতে না পারলেও ‘অ্যানিমাল’ ‘পাঠান’কে টপকে যাবে বলে অনুমান চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

ইতিমধ্যেই রণবীর কাপুরের ছবি বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙে ফেলেছে। উত্তর আমেরিকায় ১ মিলিয়নের ব্যবসা করে ইতিহাস গড়ে ফেলেছে ‘অ্যানিমাল’। এছাড়া দক্ষিণ ভারতেও ছবিটিকে ঘিরে ভালো ক্রেজ দেখা যাচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ বচ্চন পরিবারে ভাঙ্গন! ২৮০০ কোটির সম্পত্তি থেকে কে পাবে কত? নিজেই জানালেন অমিতাভ বচ্চন

Ranbir Kapoor Animal box office collection

প্রসঙ্গত, ‘অর্জুন রেড্ডি’ পরিচালক সন্দীপের এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মান্দানার মতো তারকারা। ‘অ্যানিমাল’ প্রথমে ১১ আগস্ট রিলিজ করার কথা ছিল। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে ১ ডিসেম্বর করা হয়। ‘অ্যানিমাল’র সঙ্গেই আজ প্রেক্ষাগৃহে রিলিজ করেছে ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥