• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের কপালে শনি! বক্সঅফিস কাঁপাবে ‘কান্তারা চ্যাপ্টার ১’, টিজার রিলিজ হতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Kantara Chapter 1 Ready to make new Box Office Record Teaser Out and Viral Now

‘কানতারা’র (Kantara) ছবির রেশ এখনও সিনেপ্রেমী মানুষদের মধ্যে থেকে পুরোপুরি কাটেনি। তার আগেই ঋষভ শেট্টির মাস্টারপিসের প্রিক্যুয়েলের প্রোমো প্রকাশ্যে এসে গেল। ‘কানতারা’ দেখার পর থেকেই এই ছবির দ্বিতীয়ভাগের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটলো।

সোমবার সপ্তাহের শুরুতেই প্রকাশ্যে আসে ‘কানতারা চ্যাপ্টার ১’র (Kantara Chapter 1) প্রথম ঝলক। সেখানে ‘নেভার সিন বিফোর’ অবতারে ধরা দিয়েছেন ঋষভ শেট্টি (Rishab Shetty)। হাতে ত্রিশূল, লম্বা খোলা চুলে অভিনেতার লুকের সঙ্গে অনেকেই মহাদেবের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। ইতিমধ্যেই ‘কানতারা চ্যাপ্টার ১’র প্রোমো (Promo) ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

Kantara Chapter 1 promo

চতুর্থ-পঞ্চম শতাব্দীর প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘কানতারা চ্যাপ্টার ১’ ছবিটি। সেই সময় উত্তর কর্ণাটক এবং বর্তমান উত্তর কন্নড় এলাকায় রাজত্ব ছিল কদম্বের রাজপরিবারের। গল্পের খানিক আঁচ পেয়েই দর্শকরা বুঝে গিয়েছেন, ‘কানতারা’র মতো এই ছবিটিও বক্স অফিসে ঝড় তুলবে।

আরও পড়ুনঃ বলিউডের সবচয়ে কম বাজেটের ব্লকবাস্টার হবে ‘ডানকি’! রিলিজের আগেই রেকর্ড ভাঙা শুরু করলেন শাহরুখ

অনেকে আবার এখন থেকেই ঋষভের লুক নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন নেটপাড়ায়। ‘কানতারা চ্যাপ্টার ১’র প্রোমো দেখেই পরিষ্কার, ছবিতে সুপারহিরো-লাইক অবতারে দেখা যাবে তাঁকে। ‘কানতারা’র এই দ্বিতীয় ভাগে দ্বিগুণ ড্রামার সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা। সেই জন্য জলের মতো টাকা খরচ করছেন নির্মাতারা। ছবি তৈরিতে যাতে কোনও রকম খামতি না থাকে তা নিশ্চিত করতে চান তাঁরা।

Kantara Chapter 1 promo

প্রসঙ্গত, ‘কানতারা চ্যাপ্টার ১’র প্রথম প্রোমোয় (Kantara Chapter 1 Promo) ঋষভের দেখা মিললেও বাকি কলাকুশলীদের নাম খোলসা করা হয়নি। অর্থাৎ এই ছবির স্টার কাস্ট সিক্রেটই রাখতে চাইছেন নির্মাতারা। দর্শকদের উত্তেজনা ধরে রাখতেই যে এই সিদ্ধান্ত তা আর আলাদা করে বলে দিতে হয় না।

আরও পড়ুনঃ রেলের চাকরি ছেড়ে অভিনয়, মেনে নেয়নি পরিবার! খরাজ মুখার্জির জীবনকাহিনীই যেন আস্ত সিনেমা

২০২২ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ‘কানতারা’। মাত্র ২৫ কোটির বাজেটে তৈরি এই সিনেমা বক্স অফিসে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার এই ছবির দ্বিতীয়ভাগ রিলিজের পালা। সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের শুরু নাগাদ শ্যুটিং শুরু হতে পারে এই ছবির। শ্রীলঙ্কা এবং উদুপির নানান জায়গায় শ্যুট হবে ‘কানতারা চ্যাপ্টার ১’র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥