• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বচ্চন পরিবারে ভাঙ্গন! ২৮০০ কোটির সম্পত্তি থেকে কে পাবে কত? নিজেই জানালেন অমিতাভ বচ্চন

মাস খানেক ধরে ট্রেন্ডিংয়ে আছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং তাঁর সম্পত্তি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ভাঙন ধরেছে বচ্চন পরিবারে। আরাধ্যাকে নিয়ে ঐশ্বর্য নাকি বাপের বাড়ি গিয়ে উঠেছেন! এসবের মাঝেই নিজের সম্পত্তি (Property) ভাগের কথা ঘোষণা করলেন ‘বিগ বি’। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে মোট ২৮০০ কোটি টাকার মালিক তিনি।

অনেকেই মনে করতেন, অমিতাভের স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হলেন তাঁর পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। তবে শুধু ছেলেকে নয়, মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকেও (Shweta Bachchan Nanda) নিজের সম্পত্তির ভাগ দেবেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, ২৮০০ কোটির সম্পত্তির মধ্যে কে কত ভাগ পাবেন।

   

Amitabh Bachchan property to split between Abhishek Bachchan and Shweta Bachchan Nanda

গত সপ্তাহেই শোনা গিয়েছিল, অমিতাভ-জয়া তাঁদের জুহু বাংলো ‘প্রতীক্ষা’ মেয়ে শ্বেতাকে উপহার করেছেন। মুম্বইয়ের অন্যতম প্রাইম লোকেশনে স্থিত এই বাংলোর দাম বর্তমানে প্রায় ৫১ কোটি টাকা। পাশাপাশি এটা ‘বিগ বি’র মনের খুব কাছের। কারণ শোনা যায়, মুম্বইয়ের মাটিতে কেনা এটি তাঁর প্রথম সম্পত্তি।

আরও পড়ুনঃ গোবিন্দা-অনিলের রিজেক্ট করতেই খোলে ভাগ্য! অমিতাভ বচ্চনের জীবন পাল্টে দেওয়া ছবির নাম জানেন?

এই খবর সামনে আসার পর অনেকেই বেশ অবাক হয়েছিলেন। অভিষেককে না দিয়ে ‘প্রতীক্ষা’ কেন শ্বেতার নামে লিখে দেওয়া হল সেই প্রশ্নও উঁকি দিয়েছিল অনেকের মনে। তাহলে কি ছেলের প্রতি রুষ্ট ‘বিগ বি’? দেখা দেয় এই জল্পনাও। এসবের মাঝেই অভিনেতা জানালেন, তাঁর ২৮০০ কোটির সম্পত্তি (Amitabh Bachchan Property) অভিষেক এবং শ্বেতার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে একথা।

Amitabh Bachchan property to split between Abhishek Bachchan and Shweta Bachchan Nanda

অমিতাভ এবং জয়ার প্রথম সন্তান শ্বেতা। মেয়েকে ভীষণ ভালোবাসেন ‘বিগ বি’। অপরদিকে শ্বেতাও বাবা বলতে অজ্ঞান। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাবা-মেয়ের নানান মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকেন নেটিজেনরা।

আরও পড়ুনঃ

অপরদিকে ছেলে অভিষেকের সঙ্গেও বর্ষীয়ান অভিনেতার সম্পর্ক দারুণ। প্রায়শয়ই জুনিয়র বচ্চনের তারিফ শোনা যায় অমিতাভের গলায়। তাই নিজের সম্পত্তির ভাগাভাগির সময় কোনও সন্তানকেই কম-বেশি দিতে চাননি তিনি। ‘বিগ বি’র এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।