• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সব মিশকার চক্রান্ত! কবিরের সাথে দীপার আসল সম্পর্কের কথা জানতেই মাথায় বাজ সূর্যর

Published on:

Anurager Chhowa serial Surjo will know about the actual relationship between Deepa and Kabir

Anurager Chowa Suja comes to know truth about Kabir Deepa-Relation: এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে পছন্দের সিরিয়াল বলতে প্রথমেই আসে একটিই নাম তা হল স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে একের পর এক হাইভোল্টেজ ড্রামা। বর্তমান ট্র্যাক অনুযায়ী  দেখা যাচ্ছে ছবি দেখে ইতিমধ্যেই  সোনা জেনে গিয়েছে অনেক আগেই সূর্যের সাথে বিয়ে হয়েছিল দীপার।  তবে এই সিরিয়ালের দর্শকদের বহুদিনের ইচ্ছা একটাই, তা হল নায়ক নায়িকা সূর্য-দীপার মিল দেখা।

জানা যাচ্ছে এবার ধীরে ধীরে দর্শকদের সেই পছন্দের ট্র্যাকেই ঢুকতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের গল্প। প্রসঙ্গত এই সিরিয়ালটি সাউথের যে সিরিয়াল অর্থাৎ ‘কার্তিকা দীপম’ থেকে অনুপ্রাণিত সেই সিরিয়ালের গল্প ধরে এগোলে আগামী দিনে তেমনটাই হতে চলেছে। আগামীদিনে দেখা যাবে সূর্য সবাইকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যেতে চাইবে। তবে সেইসাথে জানা যাচ্ছে আগামী পর্বে নাকি সূর্য জানতে পারবে দীপার সাথে কোনদিনই কবিরের কোন সম্পর্ক ছিল না।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,কবীর,Kabir,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal

তেলেগু সিরিয়াল কার্তিকাদমের গল্প অনুযায়ী আগামী পর্বের দেখা যাবে সূর্য সোনার বাবা-মায়ের পরিচয় জানতে মরিয়া হয়ে উঠবে। তখন সোনার বাবা মায়ের খোঁজ না পেলেও সূর্য জানতে পারবে দীপাই হল সোনার মা। তাই সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভেবে বাড়ি থেকেই চলে যেতে চাইবে সূর্য। কিন্তু সূর্যকে থামিয়ে দিয়ে দীপাই সোনা রুপার হাত ধরে বেরিয়ে আসবে সেনগুপ্ত বাড়ি থেকে।

এরপর সূর্যের মেডিক্যাল ক্যাম্পের ডাকা হবে সোনা-রুপা আর দীপাকে। আর সেখানেই সাংবাদিকদের সামনে পরিবারের সমস্ত ঘটনা জানিয়ে দেবে সোনা। এতেই সূর্য রেগে যাবে এবং সেই সুযোগে মিশকা দীপাকে আবার দোষারোপ করবে। তখন দীপা নিজেকে  নির্দোষ প্রমাণ করার প্রতিশ্রুতি দিয়ে জানতে পারবে সূর্যের আগের প্রেমিকা হিয়াকেও  খুন করেছিল মিশকা।

আরও পড়ুনঃ একেরপর এক ধামাকা পর্ব, টিভির আগেই ফাঁস আজকের ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,কবীর,Kabir,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal

এরপর সূর্যের কাছেও কবিরের সাথে তার সম্পর্কে অনেক মিথ্যে প্রমাণ দেখিয়েছিল মিশকা। কিন্তু প্রমাণ না থাকায় দীপা সূর্যকে সব খুলে বললেও তার কথা বিশ্বাস করবে না সূর্য। এরপর নাকি দীপা সোনা-রূপকে নিয়ে শহর ছেড়েই চলে যাবে অনেক দূরে। কিন্তু সেখানে গিয়ে দীপা অসুস্থ হয়ে পড়বে।

আরও পড়ুনঃ এবার দাদার সামনে বৌদির চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে গিনি! ইচ্ছে পুতুল দেখে ক্ষোভ দর্শকদের

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,কবীর,Kabir,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode,সত্যি ফাঁস,Truth Reveal

আর তখন সূর্য তার চিকিৎসা করবে আর সেই সূত্রেই তখন সূর্য জানতে পারবে দীপার সাথে কোনদিনই কবিরের কোনো সম্পর্ক ছিল না। আর এত বড় সত্যের মুখোমুখি হয়ে তখন নাকি একেবারে পাগলের মত অবস্থা হবে সূর্যর। সাউথ এর কার্তিকা দীপামের গল্প অনুযায়ী তখন দীপার কাছে ক্ষমা চাইতে ছুটে যাবে সূর্য।  কাজেই বোঝা যাচ্ছে অনুরাগের ছোঁয়ায় আগামী দিনে আসছে নতুন টুইস্টে ভরা জমজমাট ট্র্যাক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥