• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪ বারেও মেটেনি শখ! ডিভোর্সের মধ্যেই ক্রিকেটারের সাথে পঞ্চম বিয়ের প্রস্তুতি বাঙালি নায়িকার

Published on:

Femous Bengali Actress Porimoni got marriage proposal from femous Cricketer

Femous Bengali Actress got Marriage Proposal from Famous Cricketer: বিনোদন জগতের তারকাদের জীবনে ‘বিতর্ক’ শব্দটা যেন পিছু ছাড়তে চায় না কিছুতেই। এমনিতে নায়ক নায়িকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাদের সম্পর্ক কিংবা বিয়ের ব্যপারে জানার জন্য বরাবরই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর এখনকার দিনে গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত তারকাদের জীবনে প্রেম-সম্পর্ক কিংবা বিচ্ছেদ বড়ই ক্ষণস্থায়ী। তাই এক বছর আগে যাদের সাথে হেসে খেলে জীবন কাটাতে দেখা যেত, বছর ঘুরতেই পথ আলাদা হয়ে যাচ্ছে তাঁদের।

একসাথে থাকতে গিয়ে সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যাচ্ছে যে শেষমেশ ছাদটাই আলাদা হয়ে যাচ্ছে বেশিরভাগ সেলিব্রেটিদের। তাই  সম্পর্ক কথাটাই যেন আজকের দিনে বড় ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমনযে প্রেম বিয়ে এই শব্দগুলো থেকেই দিনদিন যেন বিশ্বাসে উঠে যাচ্ছে মানুষের। তাছাড়া সম্পর্কের মিথ্যে বোঝা বয়ে বে ড়ানোর থেকে তা ছেড়ে বেরিয়ে আসাই মঙ্গল। তাই বিনোদন জগতেও এমন ঘটনা ঘটে থাকছে আকছার।

বাঙালি অভিনেত্রী,Bengali Actress,বিয়ে,Marriage,পরিমণি,Porimoni,ডিভোর্স,Divorce,শরিফুল রাজ,Shariful Razz,ক্রিকেটার,Crickete,মোহাম্মদ আশরাফুল,Mohammad Ashraful

তবে তাঁদের মাঝেই এমন অনেক তারকাই আছেন যাঁরা একবার-দুবার কিংবা তিনবার নয় বিয়ের পিঁড়িতে বসেছেন নয় নয় করে চার পাঁচ বার। বাংলা ইন্ডান্ট্রিতেও রয়েছেন এমনই একজন সুন্দরী অভিনেত্রী।যিনি বরাবরই প্রেমে থাকেন। তাই মনের মানুষরা মন ভাঙলেও আবার ভাঙা মন জোড়া লাগিয়েই জড়িয়েছেন নতুন সম্পর্কে।

এমনই একজন বাঙালি অভিনেত্রী রয়েছেন যিনি চতুর্থ বিয়ে ভেঙে বেরিয়ে এসে আরও একবার নতুন সম্পর্কের সূচনা করতে চলেছেন। জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী নাকি এবার বিয়ে করতে চলেছেন এক নামী  ক্রিকেটারের সাথে। কথা হচ্ছে বাংলাদেশের সুন্দরী অভিনেত্রী পরিমণি (Porimoni) সম্পর্কে। গত দু’বছর ধরে নানা বিতর্কের কারণে বারবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এই বাংলাদেশি অভিনেত্রীর নাম।

বাঙালি অভিনেত্রী,Bengali Actress,বিয়ে,Marriage,পরিমণি,Porimoni,ডিভোর্স,Divorce,শরিফুল রাজ,Shariful Razz,ক্রিকেটার,Crickete,মোহাম্মদ আশরাফুল,Mohammad Ashraful

গত বছরেই বেশ ধুমধাম করে তিনি বিয়ে করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ (Shariful Razz) -কে।  তাদের এক ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে বদলে গিয়েছে শরিফুল  পরীমণির সম্পর্কের সমীকরণ। প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে পরীর সাথে বিয়ের পেও একাধিক নায়িকার সাথে নাম জড়িয়েছে রাজের।

যদিও এখনও খাতায়-কলমে পরী আর রাজের বিচ্ছেদ হয়নি। কিন্তু ইতিমধ্যেই নাকি ছাদ আলাদা হয়েছে তাঁদের। আর এরই মধ্যে শোনা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা (Cricketer) তথা প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (Mohammad Ashraful) বিয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের এই চর্চিত তথা সুন্দরী অভিনেত্রী পরীমণিকে।

বাঙালি অভিনেত্রী,Bengali Actress,বিয়ে,Marriage,পরিমণি,Porimoni,ডিভোর্স,Divorce,শরিফুল রাজ,Shariful Razz,ক্রিকেটার,Crickete,মোহাম্মদ আশরাফুল,Mohammad Ashraful

জানা যাচ্ছে একবার বাংলাদেশের এক অনুষ্ঠানে অন ক্যামেরাই নায়িকাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে শরিফুল বলেছিলেন ‘আমার বাড়িতে বিয়ের জন্য পাত্রী খুঁজছে! আপনি আমায় বিয়ে করবেন?’ ক্রিকেটারের থেকে এমন প্রস্তাব পেয়ে নাকি বেশ পেয়েছিলেন পরীমণি নিজেও। তবে সত্যিই বাংলাদেশের এই চর্চিত নায়িকা আবারও পাঁচ নম্বর বিয়ের পিঁড়িতে বসেন কিনা তা এখনও জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥