• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন স্টাইলিশ তেমনি রয়েছে মাহাত্ম্য! RRR তারকা রাম চরণের মেয়ের নামের অর্থ সত্যিই প্রশংসনীয়

Ram Charan Daughter Name Meaning: বিয়ের ১২ বছর পর সন্তানের মুখ দেখেছেন অস্কার জয়ী ‘আরআরআর’ (RRR) তারকা রাম চরণ (Ram Charan) এবং তাঁর স্ত্রী উপাসনা কামিনেনী (Upasana Kamineni)। রথযাত্রার এক কন্যা (Ram Charan Daughter) সন্তানের জন্ম দিয়েছেন উপাসনা। সম্প্রতি আয়োজিত হয়েছিল রাম চরণ এবং উপাসনার মেয়ের নামকরণ (Ram Charan Daughter Name) অনুষ্ঠান। বিনোদন দুনিয়ার বাকি তারকাদের মতো রাম চরণও মেয়ের জন্য ভিন্ন ধরণের নাম বেছে নিয়েছেন।

মেয়ের জন্মের পর থেকে রাম চরণের পরিবারে খুশির ঢেউ বইছে। দাদু চিরঞ্জীবী আগেই জানিয়েছিলেন তাঁর ছোট্ট নাতনিকে তিনি ‘মেগা প্রিন্সেস’ বলে ডাকবেন। এরপর থেকেই অনুরাগীরা রাম চরণের মেয়ের নাম জানার অপেক্ষায় ছিলেন। অবশেষে চলে এল সেই দিন। ধুমধাম করে মেয়ের নামকরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ‘আরআরআর’ তারকা। সেই অনুষ্ঠান শেষে মেয়ের নাম জানান রাম এবং উপাসনা।

   

Ram Charan daughter name, Klin Kaara Konidela, Ram Charan daughter name meaning

এখনও পর্যন্ত মেয়ের ছবি প্রকাশ করেননি ‘আরআরআর’ তারকা। তবে সম্প্রতি সপরিবার বেশ কিছু ছবি শেয়ার করেন অভিনেতা। সেখানে দেখা যায় অভিনেতার স্ত্রী উপাসনা মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অপর ছবিতে আবার দেখা যাচ্ছে, কাপড়ের দোলনায় দুলছে ‘মেগা প্রিন্সেস’।

এরপরেই একটি মিষ্টি ভিডিওর মাধ্যমে মেয়ের নাম ঘোষণা করেন রাম চরণ। অভিনেতা জানান, তাঁদের মেয়ের নাম রাখা হয়েছে ‘ক্লিন কারা কোনিডেলা’ (Klin Kaara Konidela)। নামটা যে বেশ অন্য রকম তা অস্বীকার করার কোনও উপায় নেই। তবে শুধু শুনতে ফ্যান্সি নয়, রাম চরণের মেয়ের নামের বিশেষ মানেও রয়েছে।

আরও পড়ুনঃ এখনকার বাংলা সিনেমায় কোনো তারকা নেই, সবাই বড় তড়কা! বিস্ফোরক বিপব চ্যাটার্জী

Ram Charan daughter name, Klin Kaara Konidela, Ram Charan daughter name meaning

ভারতীয় সংস্কৃতির সঙ্গে রাম চরণের সদ্যোজাতের নামের গভীর যোগ রয়েছে। ক্লারা নামের সঙ্গে পুরাণ ওতপ্রোতভাবে জড়িত। সদ্যোজাতের নাম ঘোষণার সঙ্গেই সেই নামের অর্থও জানিয়েছেন রাম চরণরা।

আরও পড়ুনঃ টলিউডে পা রেখেই বদলেছে স্বভাব-চরিত্র! ফাঁস হল জিতু-নবনীতার বিচ্ছেদের আসল কারণ

 

View this post on Instagram

 

A post shared by Ram Charan (@alwaysramcharan)


জানানো হয়েছে, ললিতা সহস্রনাম থেকে রাম চরণের মেয়ের নাম নেওয়া হয়েছে। ‘ক্লিন কারা’র অর্থ হল পরিবর্তনশীল এক স্বচ্ছ শক্তি যা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে। অনুরাগীরা জানেন, রাম এবং তাঁর স্ত্রী উপাসনা দু’জনেই ভারতীয় সংস্কৃতির প্রতি প্রচণ্ড রক্ষনশীল। বাবা-মায়ের দেখাদেখি মেয়েও সেই পথে হাঁটুক সেটাই চান ‘আরআরআর’ তারকা।

site