• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বেটে’ বলে একদিন তাড়িয়ে দিয়েছিল বলিউড! নিজের দমেই ইন্ডাস্ট্রিতে সাফল্যের শিখড়ে রাজকুমার 

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান একজন অভিনেতা হলেন রাজকুমার রাও (Rajkumar Rao)।  হ্যাঁ ঠিকই পড়ছেন তার নামের পাশে অভিনেতা কথাটাই বেশি মানায়। কারণ তাঁর বলিউডে (Bollywood)-র তথাকথিত নায়কোচিত কোনো স্বভাব নেই।বরং তাঁর কাছে অভিনয়টাই তাঁর মূল অস্ত্র। তাই কোনো সিরিয়াস চরিত্র কিংবা কমেডি ক্যারেক্টার সবেতেই সাবলীল অভিনয় রাজকুমারের।

যা দেখে একথা বলাই যায় রাজকুমার একজন জাত অভিনেতা। প্রসঙ্গত ইতিমধ্যেই  বলিউডে প্রায় এক দশক পার করে ফেলেছেন রাজকুমার। দীর্ঘ অভিনয় জীবনে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট সিনেমা। আজ থেকে ১২ বছর আগে ২০১০ সালে জনপ্রিয় হিন্দি সিনেমা ‘লাভ সেক্সা অর ধোকা'(Love Sex aur Dhoka) সিনেমায় অভিনয় করে বলিউডে হাতে খড়ি হয়েছিল রাজকুমারের।

   

রাজকুমার রাও,Rajkumar Rao,বলিউড,Bollywood,হিট,Hit,Love Sex aur Dhoka,লাভ সেক্সা অর ধোকা

তবে শুরুর দিকে কেউই দাম দেয়নি তাঁর প্রতিভার। কারণ ছিল বলিউড ইন্ডাস্ট্রির তথাকথিত নায়কসুলভ চেহারা সম্পর্কিত মিথ। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলে ছিলেন অভিনেতা নিজেই। এপ্রসঙ্গে রাজকুমার জানিয়েছেন একসময় ইন্ডাস্ট্রিতে তাকে অনেক কথা শুনতে হয়েছিল। বলা হয়েছিল তিনি নাকি যথেষ্ট লম্বা নন, চেহারার গঠন ঠিক নয়, আবার অদ্ভুত কারণ হিসেবে একজন বলেছিলেন তার নাকি ভ্রুর আকার ঠিক নেই।

একসময় এমনই নানান উদ্ভট সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রাজকুমার রাওকে। যদিও সে সময় নতুন বলে চুপ ছিলেন না অভিনেতা। তিনি  নিজেও মুখের ওপর সপাট জবাব দিয়ে প্রশ্ন করেছিলেন ‘অভিনয়ের দাম নেই? সেটা কেউ চায় না?’ তবে হ্যাঁ দাম আছে তাঁর অভিনয়ের। অভিনেতার আজকের সাফল্যেই তার জ্বলজ্যান্ত উদাহরণ।

রাজকুমার রাও,Rajkumar Rao,বলিউড,Bollywood,হিট,Hit,Love Sex aur Dhoka,লাভ সেক্সা অর ধোকা

সেসময় তাকে প্রথম সুযোগ দিয়েছিলেন দিবাকর এবং তার কাস্টিং ডিরেক্টর অতুল মোঙ্গিয়া। তাই সাফল্যের শিখরে পৌঁছেও সেদিনের সেই একটা সুযোগের কথা আজও ভোলেননি রাজকুমার। তাই কৃতজ্ঞতা জানিয়ে সম্প্রতি অভিনেতা বলেছেন ‘আমি খুশি দিবাকর ভালো অভিনয় চেয়েছিল আর অতুল সেটা আমার মধ্যে খুঁজে পেয়েছিল’। সব শেষ অভিনেতার সংযোজন ‘প্রতিভাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। শেষমেষ সেটাই থেকে যায় আর কিছুই না’। খুব তাড়াতাড়ি আসতে চলেছে রাজকুমার অভিনীত অ্যাকশন ধর্মী সিনেমা ‘হিট’ (Hit)।