• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়ে শ্যুটিং-এ গিয়ে মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন রাজদীপ! ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা

শ্যুটিং করতে গিয়ে বিপত্তি, আর তার জেরেই অচৈতন্য হয়ে পড়লেন অভিনেতা! যদিও মৃত্যুমুখ থেকে ফিরেও আসেন অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। অঞ্জন দত্তের পরিচালনায় ‘মার্ডার ইন দ্য হিলস’-এর (Murder in the Hills) শ্যুটিংয়ে এহেন অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেতা। শনিবার ওয়েবসিরিজের (Web Series) অভিনেতাদের নিয়ে ফেসবুক লাইভে (Facebook Live) হাজির হন পরিচালক। সেখানেই আড্ডার ছলে নানা গল্প ও অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন কলাকুশলীরা।

লাইভে শেয়ার করা অভিজ্ঞতায় জানা যায়, একটি দৃশ্যে অভিনয় করেছিলেন অভিনেতা সুপ্রভাত দাস এবং রাজদীপ গুপ্ত। দৃশ্যে সুপ্রভাতের একটি চেয়ার ছুড়ে মারার কথা ছিল রাজদীপের দিকে। তার পরে মাটিতে পড়ে যাবেন রাজদীপ। শ্যুটিংকালে তেমনটাই হয়। যদিও চরিত্রের সঙ্গে একাত্ম হয়েই বিপত্তি ঘটান অভিনেতারা। সুপ্রভাতের চেয়ার মাথায় লাগার পড়ে রাজদীপ পড়ে যান মাটিতে।

   

Web Series,ওয়েব সিরিজ,Rajdeep Gupta,রাজদ্বীপ গুপ্তা,অঞ্জন দত্ত,Anjan Dutt,শ্যুটিং,Shooting,মার্ডার ইন দ্য হিলস,Murder In The Hills

অন্যদিকে পাহাড়ের নীচে অবস্থান করছিলেন অঞ্জন দত্ত এবং অন্যান্য সহকারীরা। ড্রোনের সাহায্যে নেওয়া হচ্ছিল শট। অভিনয় দেখে সকলে খুবই খুশি হন। এরই মাঝে অভিনেতা সৌরভ চক্রবর্তীর নজরে পড়েন রাজদীপ। তিনি ছুটে যান রাজদীপের কাছে। অবশেষে সকলে মিলে অভিনেতার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনেন রাজদীপের।

Web Series,ওয়েব সিরিজ,Rajdeep Gupta,রাজদ্বীপ গুপ্তা,অঞ্জন দত্ত,Anjan Dutt,শ্যুটিং,Shooting,মার্ডার ইন দ্য হিলস,Murder In The Hills

এ ঘটনার পরেও থামেনি শ্যুটিং। এহেন ঘটনায় অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েন সুপ্রভাত। যদিও নিজে থেকেই সকলকে আশ্বস্ত করেন রাজদীপ। ঠিক যেইভাবে দুর্ঘটনাটা ঘটে, একইভাবে পুনরায় সেই শট নেওয়া হয়। যদিও এইবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেন সকলেই।

ফেসবুক লাইভে কথায় কথায় সুপ্রভাত জানান, রাজদীপ দাঁড়িয়ে ছিলেন পাহাড়ের খাদ থেকে মাত্র দু’তিন ইঞ্চি দূরে। আর একটু হলে খাদেও গড়িয়ে যেতে পারতেন রাজদীপ। লাইভে অঞ্জন দত্ত মজাচ্ছলে জানান, “খাদ থেকে তুলে আনা যেত ওকে, কিন্তু চেয়ারটা আর একটু নীচে লাগলে তো অন্ধই হয়ে যেত রাজদীপ!”