• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১১ বছরের সম্পর্কে ইতি! জনপ্রিয় সেলেব জুটির বিচ্ছেদের খবরে চমকে উঠল নেটপাড়া

Published on:

Raja Goswami & Madhubani Goswami's divorce rumour goes viral

প্রসঙ্গত ইদানিং চারপাশে কান পাতলেই শোনা যাচ্ছে তারকাদের বিচ্ছেদের (Celebrity Separation) গুঞ্জন। সেলিব্রেটি কাপলদের মধ্যে বিচ্ছেদ আজকাল যেন জল ভাতে পরিণত হয়েছে। কিছুদিন আগেই যেমন সেলিব্রেটি জুটি নবনীতা দাস এবং জিতু কমল-এর ডিভোর্সের  খবরে কার্যত মাথায় হাত পড়ে যায় অনুরাগীদের। আর এবার সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দিয়ে তেমনই এক ইঙ্গিত দিলেন বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা।

তিনি হলেন রাজা গোস্বামী। এদিন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। এই পোস্টের ক্যাপশনে রাজা লিখেছেন ‘১১ বছরের সম্পর্কের ইতি’। এই ক্যাপশন পড়েই রীতিমতো  চমকে উঠেছেন অনুরাগীরা। কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই পাওয়া যাবে সমস্ত উত্তর।  আসলে এখানে রাজার সাথে সম্পর্কের ইতি ঘটেছে তার দীর্ঘদিনের এক সঙ্গীর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রাজা গোস্বামী,Raja Goswami,মধুবনী গোস্বামী,Madhubani Goswami,ডিভোর্স,Divorce,জল্পনা,Rumour

আর এই সঙ্গী মধুবনী নন। রাজার এই ১১ বছরের পুরনো সঙ্গী হল তার একটি পুরনো গাড়ি। এই গাড়িটি নাকি আজ থেকে ১১ বছর আগে কিনেছিলেন অভিনেতা। এই গাড়ির সাথে জড়িয়ে রয়েছে রাজা-মধুবনীর  জীবনের একাধিক মধুর স্মৃতি। মধুবনি ছাড়াও এই গাড়িতে চেপেছেন রাজার মা-বাবা এবং ছেলে কেশব।

 

উলেখ্য বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় জুটি হলেন রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী (Raja Goswami & Madhubani Goswami)। তাঁদের পথ চলা শুরু হয়েছিল স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডটকম’-এর হাত ধরে। সেই থেকেই তাঁদের পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। যা আজ পরিণতি পেয়েছে এক সুখী দাম্পত্য জীবনে।

আরও পড়ুনঃ সুপারস্টার হয়েও অহংকারহীন! দামি গাড়ি থাকলেও স্ত্রীকে নিয়ে টোটোতে ঘুরছেন জিৎ

বাংলা সিরিয়াল,Bengali Serial,রাজা গোস্বামী,Raja Goswami,মধুবনী গোস্বামী,Madhubani Goswami,ডিভোর্স,Divorce,জল্পনা,Rumour

আরও পড়ুনঃ খাবার অপচয় মহাপাপ! ‘পাগলি’ ননদের কথায় বিয়ের মন্ডপ ছেড়ে বরযাত্রীর বিরুদ্ধে গর্জে উঠল শিমুল

এখন ছেলে কেশবকে নিয়ে ভরা সংসার এই জনপ্রিয় লাভ-বার্ডসের। কিন্তু সম্প্রতি  সবাইকে চমকে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় রাজার করা এই পোস্টটি। যা দেখে অনুরাগীদের একটা বড় অংশই জানিয়েছেন ‘আর একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। এমনই এক নেটিজেন লিখেছেন ‘ক্যাপশনটা এমন কেন? অনেকের তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে ক্যাপশন দেখে। আমি নিজেই ভয় পেয়ে গেছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥