• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো বয়সে ভীমরতি! শুভশ্রীকে রাজ নেলপলিশ পোড়ানো দেখে কটাক্ষের বন্যা নেটপাড়ায়

Updated on:

Raj Subhashree Viral video got trolled on social media

Subhashree Viral Video : ইউভানের পর দ্বিতীয় সন্তান আসতে চলেছে টলি অভিনেত্রী শুভশ্রীর গাঙ্গুলির (Subhashree Ganguly) কোল আলো করে। বাড়িতে নতুন সদস্য আসতে হাতে বাকি আর মাত্র দেড় মাস। তারপরে ই পৃথিবীর আলো দেখতে চলেছে রাজ-শুভশ্রীর দ্বিতীয় সন্তান। চলতি বছরের জুন মাসেই ইউভানের দাদা হওয়ার প্রমোশনের কথা ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী।

অত্যন্ত খুশির সাথে  প্রেগনেন্সির খবর জানিয়ে সকলের আশীর্বাদ কামনা করেছিলেন টলি পাড়ার এই সেলিব্রেটি জুটি।এই মুহূর্তে দ্বিতীয়বার মা হওয়ার জার্নিটাকে চুটিয়ে উপভোগ করছেন টলিউড অভিনেত্রী। সেই সাথে ট্রোলিং এর মুখেও পড়ছেন দেদার। সদ্য বেবিবাম্প নিয়েই শরীর চর্চার একটি ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী।

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty, Subhashree Ganguly pregnant

যা দেখে ধেয়ে আসে কটাক্ষ। যদিও নিন্দুকদের কোন কথাই কানে তোলেন না রাজ শুভশ্রী দুজনেই। এসবের মধ্যেই পুজোর মুখেই তৃতীয়াতে একটি মিষ্টি ছবি ভিডিও শেয়ার করলেন টলি পড়ার এই সেলেব জুটি। এদিন ইন্সটাগ্রাম পোস্টে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুশানের উপর পা রেখেছেন শুভশ্রী।

আরও পড়ুনঃ মিশকাকে আদালতে এনে সূর্যকে নির্দোষ প্রমাণ করল দীপা! টিভির আগেই ফাঁস আজকের ধামাকা পর্ব

আর তাঁর  পায়ের নখে খুব যত যত্ন করে নেলপলিশ পরিয়ে দিচ্ছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। এই ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমি বাচ্চার খেয়াল রাখছি, আর ও আমার। তাইতো সবসময় বলি  আমরা প্রেগন্যান্ট’।টলি ডিভার এই মিষ্টি পোস্ট মন ভালো করে দিয়েছে অনুরাগীদের।

আরও পড়ুনঃ ছোটপর্দা কাঁপিয়ে বড়পর্দায়! এই নায়িকার সঙ্গে জুটি বেঁধে টলিউডে ধামাকা কামব্যাক ‘উচ্ছেবাবু’ আদৃতের

Subhashree Viral Video  news শুভশ্রী ভাইরাল ভিডিও

এই পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে রাজ যেভাবে তাঁর  খেয়াল রাখছেন তা দেখে সকলেই তাঁর  প্রশংসায় পঞ্চমুখ। এমনই একজন অনুরাগী টলিউড পরিচালকের প্রশংসা করে লিখেছেন ‘রাজ দা সত্যিই পরিবারের খুব খেয়াল রাখে। আমার তাই খুব ভালো লাগে, তোমাদের দুজনকে একসাথে দেখতে।’ আর একজন লিখেছেন ‘ওয়াও কি সুন্দর!’

তবে শুধু প্রশংসা নয় পাশাপাশি শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। তাই নিন্দুকদের কেউ লিখেছেন ‘ব্যক্তিগত মুহূর্ত বাইরে না আনলেই নয়! তোমার পায়ে নেলপলিশ পরানোর ভিডিয়ো তো করলে। তুমি কোনওদিন বরের পা টিপে দিয়েছ?’ তো কারও মন্তব্য, ‘এত ন্যাকামি অসহ্য লাগে। বেডরুমে যা পারেন করুন, তা পোস্ট করতে কে বলেছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥