• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর শেষে সুখবর! জি বাংলায় একেবারে হাটকে গল্পের ধারাবাহিক আনছেন রাজ চক্রবর্তী

Published on:

Raj Chakraborty's Production House coming with New Serial on Zee Bangla

টেলিভিশন সিরিয়ালের দুনিয়ায় টার্গেট রেটিং পয়েন্টই (Target Rating Point) সব কিছু, এর প্রমাণ বহুবার পেয়েছেন দর্শকেরা। গত কয়েক সপ্তাহেও একাধিক ধারাবাহিকের সময় বদল থেকে শেষের ঘোষণা হয়েছে। তবে এবার বেশ কিছু নতুন সিরিয়ালের শুরু হওয়ার খবর মিলল। জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন ধারাবাহিক আনছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)

টলিউডের পরিচালক হিসাবে বেশ নামকরা রাজ চক্রবর্তী। একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের যা আজও সকলের মনে গেঁথে রয়েছে। যেমন – চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার, শেষ থেকে শুরু, পারবোনা আমি ছাড়তে তোকে, বোঝেনা সে বোঝেনা। তবে অনেকেই হয়তো জানেন না সিনেমা ছাড়াও সিরিয়ালেরও একটি প্রোডাকশন হাউস রয়েছে তাঁর।

Raj Chakraborty

এই প্রোডাকশন হাউসে একাধিক সিরিয়ালের শুটিং হয়। এবার জানা যাচ্ছে সেখান থেকেই আরও একটু নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে। আসলে জি বাংলা থেকে ষ্টার জলসা দুই চ্যানেলেই একাধিক মেগা শেষের পথে। উদাহরণস্বরূপ ‘খেলনা বাড়ি’ থেকে ‘গৌরী এলো’ এর টিআরপি অনেকটা পড়ে গিয়েছে। তাই একাধিক নতুন মেগা যে আরম্ভ হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুনঃ পর্ণাকে ডুবতে দেখেই ফিরল হুশ, পাল্টি খেয়ে ইশাকে থ্রেট দিচ্ছে বাবুউউর মা! ফাঁস ধামাকাদার পর্ব

Bengali Serial,Bengali Mega,Raj Chakraborty,New Bengali Serial,Zee Bangla,Target Rating Point,জি বাংলা,নতুন বাংলা সিরিয়াল,টিআরপি,টার্গেট রেটিং পয়েন্ট,রাজ চক্রবর্তী,Raj Chakraborty Production House

আরও পড়ুনঃ ‘রোজগেরে গিন্নি’ সঞ্চালিকার মেয়েই কাঁপাবে ছোটপর্দা! আসন্ন এই সিরিয়ালে নায়িকা লাজবন্তীর কন্যা

যদিও নতুন মেগার সম্পর্কে কোনো তথ্য এই মুহূর্তে পাওয়া যায়নি, তবে পাওয়া মাত্রই তা জানানো হবে। এর আগে অসম বয়সী প্রেমকাহিনী ‘গোধূলি আলাপ’ সম্প্রচারিত হয়েছি জি বাংলায়। এটিও ছিল, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের মেগা। গল্পে কৌশিক সেনের মত অভিনেতাকে দেখা গিয়েছিল নবাগত অভিনেত্রী সোমু সরকারের সাথে। টিআরপিতে ব্যাপক সাড়া ফেলতে না পারলেও এই সিরিয়ালের আলাদাই এক ফ্যান বেস ছিল।

তবে শুধু গোধূলি আলাপ নয়, ফেলনা থেকে কানামাছি ও ছিল রাজ চক্রবর্তী প্রোডাকশনেরই। প্রসঙ্গত, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, বাংলা মিডিয়াম এই দুই সিরিয়ালের টিআরপি একেবারেই তলানিতে এসে থেকেছে। যেকোনো দিন এই মেগাগুলি বন্ধের ঘোষণা হতে পারে এমনটাই আশঙ্কা দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥