এবার পুজোর একেবারে শেষ লগ্নেই দশমীর দিনে প্রেমে সিলমোহর পড়েছে টেলি পাড়ার এমনই এক জনপ্রিয় জুটির। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে ‘আলোর ঠিকানা’ (Alor Thikana) সিরিয়ালের নায়িকা দেবাদৃতা বসু (Debadrita Basu) এবং অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose) সম্পর্কে। একসাথে অভিনয় করার সুবাদে নায়ক নায়িকাদের প্রেমে পড়ার বিষয়টি নতুন নয় একেবারেই। রাহুল-দেবাদৃতার ক্ষেত্রেও ঘটেছিল ঠিক এমনটাই।
চলতি বছরের শুরু থেকেই অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হয়েছে তাদের প্রেম। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো মাস। তাই এবার সকলের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য দশমীর দিনটাকেই বেছে নিয়েছিলেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সম্পর্কে সীলমোহর দিয়ে রাহুল লিখেছিলেন ‘আমাদের তরফে আপনাদের শুভ বিজয়া। ভালবাসা নেবেন। গৌরব আলোকে না পেলেও রাহুল দেবাদৃতাকে পেয়ে গিয়েছে।’
ছবিতে রাহুলের বাহুলগ্না দেবাদৃতাকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগী থেকে শুরু করে সহকর্মী সকলেই। কিন্তু সকলেই জানতে চাইছেন কিভাবে শুরু হল তাদের এই প্রেম? এ সম্পর্কে সম্প্রতি সংবাদমাধ্যমে রাহুল বলেছেন ‘ ‘প্রায় আট-নয় মাস ধরেই সম্পর্কটা রয়েছে। বলা ভালো জানুয়ারির শুরুতে। যখন আমি আলোর ঠিকানায় আবার ফিরে যাই। তখনই দুজনের মধ্যে একে অপরের প্রতি একটা টান তৈরি হয়। তার আগেও ভালো বন্ধু ছিলাম। পরে সেটাই প্রেমের সম্পর্কের দিকে জল গড়ায়।’
আরও পড়ুনঃ সিরিয়াল ছেড়ে রাজনীতি? কার্নিভালে দিদির পাশে অনুরাগের ছোঁয়া’র সূর্যকে দেখে জল্পনা নেটপাড়ায়
প্রেমিকার প্রশংসায় রাহুল এদিন বলেছেন ‘দেবাদৃতা ভীষণ ভালো মেয়ে। খুবই ট্যালেন্টেড। ভীষণ ভালো একজন নৃত্যশিল্পী। সিম্পল, খোলা মনের মানুষ। এটা আমাকে ওঁর প্রতি আকৃষ্ট করেছিল। তবে আমরা কে কাকে প্রথম প্রপোজ করেছি সেটা আমি বলব না। করাণ আমার থেকে ভালো দেবাদৃতাই বলবে।’ তবে `অভিনেতার কথায় তাঁদের মধ্যে যেমন মিল রয়েছে তেমনই বেশ কিছু অমিল রয়েছে।
রাহুলের কথায় ‘আমরা দুজনেই একটু রিজার্ভ। দুজনেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। তবে বেশ কিছু জিনিসে মতের অমিলও হয়। সেটা স্বাভাবিক। তা নিয়ে দুজনের মধ্যে চুলোচুলিও হয়। আসলে প্রেমটা তো সেই গাড়ির গিয়ার বদলানোর মতো হুট করে হয়ে গিয়েছে। কেউই কাউকে সেই অর্থে প্রেম নিবেদন করিনি।’প্রসঙ্গত রাহুলের জীবন খোলা খাতার মত অতীতে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। অভিনেতার সেই পুরনো সম্পর্কের প্রভাব কি পড়বে নতুন সম্পর্কে?
এপ্রসঙ্গে দেবাদৃতার স্পষ্ট জবাব ‘অতীত ভুলে এগিয়ে যাওয়াকেই জীবন বলে। প্রতিটি সম্পর্কে কিছুটা নিজস্বতা থাকে। পুরনো সম্পর্ককে বয়ে বেড়ানোর কোনও মানেই হয় না। আমি তাই অতীত বা আগের সম্পর্ক নিয়ে ভাবি না।’রাহুলকে ভালো লাগার কারণ জানিয়ে দেবাদৃতা বলেছেন ‘রাহুল খুবই পরিণত মনের। আজকাল মানুষের মধ্যে দয়া, নমনীয়তা কম থাকে, যেটা আমি রাহুলের মধ্যে পেয়েছি।’ তবে বিয়ের কথা উঠতেই রাহুল বলেছেন ‘দুজনের বাড়িতেও রাজি। তবে আপাতত বিয়ের কোনও প্ল্যানিং নেই।’