• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সপ্তমীতে বাইজি নাচ দেখিয়ে ট্রোলড, এবার গানের লড়াই নিয়ে হাজির পর্ণা! ফাঁস হল আগামী পর্বের ভিডিও

Updated on:

Parna arrange Kobi Ganer Lorai in Neem Phooler Madhu serial

টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যতগুলি বাংলা সিরিয়াল (Bengali Serial) সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooer Madhu) সিরিয়ালটি দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে। এই ধারাবাহিকের নায়িকা পর্ণা দুহাতে দশভূজা। সিরিয়ালে পেশায় সে একজন সাংবাদিক। তাই অফিসের সমস্ত কাজের চাপ সামলেও রক্ষণশীল দত্ত পরিবারে সে একজন আদর্শ বৌমা। পর্দায় সৃজন-পর্ণার (Srijan Parna) জুটিটাও অল্পদিনে দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।

যদিও সিরিয়ালের প্লট অনুযায়ী বর্তমানে আদালতে তাদের ডিভোর্সের কেস চলছে। তবে পুজো এসে পড়ায় আপাতত শুনানি পিছিয়ে দিয়েছেন বিচারক। তাই তবে সমস্ত মন কষাঘষি, তিক্ততা ভুলে দত্ত পরিবারের দুর্গা পূজার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে এনেছে পর্ণা। নিজের কাঁধেই সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে দত্ত বাড়ির এই জিনিয়াস বউমা।আর এই পুজোকে ঘিরেই আবার কাছাকাছি আসতে শুরু করেছিল সৃজন পর্ণা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,দুর্গাপুজো,Durga Pujo,পর্ণা,Parna,আসন্ন পর্ব,Upcoming Episode,কবিগান,Kobigaan

যদিও তা একেবারেই সহ্য করতে পারছে না পর্ণার চরম শত্রু ইশা এবং তার শাশুড়ির কৃষ্ণা আর  বড় জা মৌমিতা। পুজোর  শুরুর দিন থেকে কোন না কোন ভাবে পুজো পন্ড করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইশা। যার জন্য পর্ণাকে প্রাণে মারতে জলে ফেলে দিতেও দুবার ভাবেনি ইশা। তবে নবমীর দিন পুজোর ভোগের মশলা লুকিয়ে রাখার অপরাধে সৃজনসহ গোটা দত্ত বাড়ির কাছে গালমন্দ শুনেছি ইশা।

আরও পড়ুনঃ একেবারে বেহায়া! বিয়ের আগেই শারীরিক সম্পর্ক শুনে কান্না জুড়ল মা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

যদিও আগামী পর্বে দেখা যাবে এতকিছুর পরেও নির্লজ্জ ইশা পর্ণার নামে সৃজনের কানে বিষ ঢালবে আর এবারও সৃজনকে নিজের কথার জালে জড়িয়ে বোকা বানাবে ইশা। অন্যদিকে ইশার কথাই শুনেই কৃষ্ণাও সৃজনকে তার মামার বাড়ি পাঠিয়ে দেবে। তবে আগামী পর্বে এই ধারাবাহিকে থাকছে আরো একটি নতুন চমক।

আরও পড়ুনঃ চরম বিপদ, জগদ্ধাত্রীকে প্রাণে মারার চেষ্টা! টিভির আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র ধুন্ধুমার পর্বের ভিডিও

পুজোর বাকি দিন গুলোর মতোই নবমী উপলক্ষে দত্ত বাড়িতে এবার বসবে কবি গানের আসর। আর সেই আসনের যোগ দেবে সৃজন-পর্ণার  ডিভোর্সের উকিল  বাসকদত্তা এবং তার স্বামী তথা প্রতিপক্ষ উকিলবাবুও।  এখন দেখার ছেলে ভার্সেস মেয়র এই কবিগানের এই লড়াইয়ে পর্ণার খুরধার বুদ্ধিকে আদৌ টেক্কা দিতে পারে কিনা ওই দুঁদে উকিল বাবু!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥