• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যীশু না রচনা? বাংলা টেলিভিশনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পায় কে জানেন?

Updated on:

highest paid anchor in bengali television

Highest Paid Anchor : সপ্তাহজুড়ে একঘেয়ে সিরিয়াল (Serial) দেখতে দেখতে বোর হয়ে গেলে দর্শকদের স্বাদ বাদলেরও দরকার হয়। এই কারণেই বাংলা টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে নন ফিকশন রিয়েলিটি শো (Reality Show) গুলিও। তাই দর্শকদের বিনোদনে যাতে কোনো খামতি না থাকে তাই সপ্তাহের শেষে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয় বেশ কিছু ননফিকশন রিয়েলিটি শো।

আবার এমনও কিছু রিয়েলিটি শো রয়েছে যা বিকেল গড়াতেই প্রতিদিনই দেখতে পাওয়া যায় টেলিভিশনের পর্দায়। জি বাংলা হোক কিংবা স্টার জলসা পিছিয়ে নেই কোনো চ্যানেলই। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই ধরনের রিয়েলিটি শো গুলিতে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বাংলা বিনোদন জগতের এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। এই তালিকায় সবার প্রথমেই যার নাম উঠে আসে তিনি নিঃসন্দেহে জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)

June Aunty Ushasie Chakraborty's funny video at Didi no 1

জনপ্রিয় অভিনেতা তথা সঞ্চালক যিশু সেনগুপ্তও (Jisshu Sengupta) একসময় ধরাবাঁধা ভাবেই সঞ্চালনা করতেন জি বাংলার জনপ্রিয় গানের রিয়ালিটি শো সারেগামাপা-এর। তবে এখন তিনি জি বাংলা ছেড়ে স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো সুপার সিঙ্গারের সঞ্চালনা করে থাকেন।  এখানে বলে রাখি যীশু এখন বাংলা ছাড়িয়ে পৌঁছে গিয়েছেন বলিউডের পাশাপাশি দক্ষিণী  ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।

আরও পড়ুনঃ লজ্জা নেই, এবার জিষ্ণু-মেঘকে নিয়ে নোংরা অপবাদ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র চরম টুইস্ট

তাই এখন বাংলাতে কম বরং জাতীয় স্তরে বেশি সিনেমা করছেন অভিনেতা। তাই তাঁর  পারিশ্রমিকের পরিমাণ যে আকাশ ছোঁয়া হবে তা কিছুটা হলেও আন্দাজ করা যায়। অন্যদিকে রচনা অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন বহুদিন। এখন তিনি পাকাপাকি ভাবেই জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো এর সঞ্চালিকা তথা বাংলার দর্শকদের দিদি নাম্বার ওয়ান। দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় ধরে এই রিয়েলিটি শো সঞ্চালনার দায়িত্ব রয়েছে তার কাঁধে।

আরও পড়ুনঃ মৃত বাবা তুলে খোঁটা, পলাশকে উচিত শিক্ষা দিল শিমুল, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

List of Tollywood Superstars who becomes anchor from actor

সাপ্তাহিক টিআরপি তালিকায় বারবারই এগিয়ে থাকে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় গেম শো। তাই স্বাভাবিকভাবেই দর্শকমহলে কৌতুহল তৈরি হয়েছে পারিশ্রমিকের বিচারে রচনা এবং যীশুর মধ্যে কে সবথেকে বেশি এগিয়ে। প্রসঙ্গত এ প্রসঙ্গে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নিজের পারিশ্রমিকের অংকটা না জানালেও যীশু সেনগুপ্ত স্বীকার করে নিয়েছিলেন যে তার পারিশ্রমিকটা সত্যিই বেশী।

সেই সাথে অভিনেতা জানিয়েছিলেন যদি চ্যানেল কর্তৃপক্ষের আপত্তি থাকে তাহলে তাঁরা তাকে বাদও দিতে পারেন। তাই টেলি পাড়া  সূত্রে খবর টিআরপি তালিকায় রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও পারিশ্রমিকের বিচারে কিন্তু সঞ্চালক হিসেবে এগিয়ে রয়েছেন যীশু সেনগুপ্তই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥