• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্টিতে মাথায় গ্লাস নিয়ে ‘জামাল কুদু’ ড্যান্স রচনা ব্যানার্জীর, ফাঁস হতেই ভাইরাল ভিডিও

রচনা ব্যানার্জী (Rachana Banerjee) নামটা শুনলেই বাঙালি দর্শকদের মাথায় চলে আসে ‘দিদি নং ১’ (Didi No 1) এর কথা। রোজ বিকেল হলেই জি বাংলার (Zee Bangla) পর্দায় এই রিয়েলিটি শো দেখতে বেশ ভালোবাসে ছোট থেকে বড় সবাই। আজ প্রায় দশবছর ধরে দুর্দান্তভাবে নিজের সঞ্চালনার দায়িত্ব পালন করে চলেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি ভাইরাল গান ‘জামাল কুদু’তে মাথায় গ্লাস নিয়ে নাচতে দেখা গেল রচনাকে।

একসময় টলিউড থেকে বলিউডের ছবিতে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন রচনা ব্যানার্জী। প্রসেনজিৎ চ্যাটার্জী, তাপস পাল থেকে চিরঞ্জিৎ চক্রবর্তীর মত প্রথমসারির তারকাদের সাথে কাজ করেছেন। এছাড়াও ওড়িয়া ইন্ডাস্ট্রিতেও বেশ পপুলার ছিলেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে বড়পর্দায় আর তাকে দেখা যায় না। তবে প্রতিদিন বিকেল হলেই ‘দিদি নং ওয়ান’এ দেখা মেলে রচনার।

   

Didi No 1 Rachana Banerjee expanding busines after sucessful Saree Business

২০০৭ সালে প্রবল বসুর সাথে বিয়ে করেন রচনা। এরপর ২০১৬ সালে তাদের একটি ছেলেও হয়। তবে বিয়ের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে ছেলেকে নিয়েই কলকাতায় থাকেন রচনা, তবে স্বামীর সাথে ডিভোর্স আজও হয়নি। নিজের কাজ আর ছেলেকে নিয়েই দিব্যি দিন কাটছে অভিনেত্রীর। এর পাশাপাশি নিজস্ব শাড়ির ব্যবসা খুলেছেন। এসবের থেকে ফাঁক পেলেই ছেলেকে নিয়ে ঘুরতে চলে যান।

আরও পড়ুনঃ মৃত্যু দিয়েই শেষ হবে মেঘ-নীলের ভালোবাসার কাহিনী? ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্বের ট্র্যাক

পর্দার মত বাস্তবেও বেশ প্রাণোচ্ছল থাকতেই পছন্দ করেন রচনা। সোশ্যাল মিডিয়াতে মাঝেই মধ্যেই ছবি বা রিল ভিডিও শেয়ার করেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। যেখানে মাথায় গ্লাস নিয়ে কোমর দুলিয়ে ‘জামাল কুদু’ গানে নাচতে দেখা গেল রচনা ব্যানার্জীকে।

 

View this post on Instagram

 

A post shared by INDRONEEL MUKHERJEE (@neely4u)

আরও পড়ুনঃ নায়িকার বান্ধবী হতেই চাইনি! পর্ণা জেলে যেতেই ‘নিম ফুলের মধু’ নিয়ে বিস্ফোরক পর্দার রুচিরা সৌমি

ভিডিওতে দেখা যাচ্ছে বন্ধুদের সাথে পার্টিতে মেতে উঠেছিলেন অভিনেত্রী। কেক কাটিং হওয়ার পর সম্পূর্ণ ব্ল্যাক একটি ড্রেস পরে মাথায় গ্লাস নিয়ে ‘অ্যানিমাল’ ছবির গানে দুর্দান্ত নাচ করে দেখান রচনা। ৫০ ছুঁই ছুঁই বয়সেও এমন ফিটনেস দেখে রচনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজনরাও।