• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক সন্তানের মা হয়ে একি? পূজার ফটোশ্যুটের ভিডিও দেখেই তুমুল নিন্দার সুর নেটিজেনদের

Published on:

Puja Banerjee slammed by netizens for posting photoshoot video, ফটশ্যুটের ভিডিও শেয়ার করে নেটিজেনদের রোষের মুখে পূজা বন্দ্যোপাধ্যায়

টলিউড শুধু নয়, বলিউডেরও অত্যন্ত পরিচিত মুখ হলেন পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। নিজের প্রতিভার জোরে আজ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bollywood) নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি। এখন কলকাতা এবং মুম্বই দুই শহরেই চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি সেই পূজার পোস্ট করা একটি ভিডিওই শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।

টলিউডের (Tollywood) মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন পূজা। এরপর পাড়ি দেন মুম্বইয়ে। ‘দেবো কে দেব মহাদেব’ সিরিয়ালে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মাস খানেক আগে অবধি ‘ডান্স বাংলা ডান্স’র বিচারক হিসেবে দেখা যাচ্ছিল তাঁকে।

Puja Banerjee and Kunal Verma, পূজা বন্দ্যোপাধ্যায় কুণাল ভার্মা

পূজার ব্যক্তিগত জীবনের নিরিখে বলা হলে, অভিনেতা কুণাল ভার্মাকে বিয়ে করেছেন তিনি। তারকাদম্পতির এক ছেলে আছে। স্বামী-পুত্রকে নিয়ে মুম্বইয়েই থাকেন এই বঙ্গ তনয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাঝেমধ্যেই তাঁদের সুখী সংসারের ঝলক দেখতে পান অনুরাগীরা। সম্প্রতি এই সমাজমাধ্যমেই একটি ভিডিও পোস্ট করে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন এই নায়িকা।

আরও পড়ুনঃ ‘ওম ভীষণ রুড অসভ্য’, সহ অভিনেতাকে নিয়ে বোমা ফাটালেন পর্দার ‘শ্রাবণ’ তৃণা!

পূজার শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে বিকিনি টপ। সেই সঙ্গে মানানসই একটি স্কার্ট পরেছেন তিনি। অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ অনেকটাই অনাবৃত। বোল্ড এই লুকেই ক্যামেরার সামনে একের পর এক পোজ দিতে থাকেন তিনি।

Puja Banerjee with husband Kunal Verma and son, স্বামী কুণাল ভার্মা ও ছেলের সঙ্গে পূজা বন্দ্যোপাধ্যায়

এই ভিডিওটিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পূজা। আর তারপরেই নেটিজেনদের রোষের মুখে পড়েন অভিনেত্রী। কেউ লিখেছেন, ‘বিয়ে হয়ে গিয়েছে, এক ছেলেও আছে। এরপরেও এমন ধরণের ফটোশ্যুট করা একেবারেই ঠিক কাজ নয়’। দ্বিতীয়জন আবার কমেন্ট করেছেন, ‘জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন ফটোশ্যুট কীভাবে করছেন আপনি’। অনেকে তো আবার পূজাকে ‘অসভ্য মহিলা’ তকমাও দিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ দু’নৌকায় পা দিয়ে চলা হবে না! শিমুলের ব্যবহার দেখে বোমা ফাটালো শতদ্রু, ফাঁস পুরো ধামাকা পর্ব

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

তবে সোশ্যাল মিডিয়ায় যতই চর্চা চলুন না কেন, পূজা এবারও কোনও মন্তব্য করেননি। নেতিবাচক মন্তব্যকে বিশেষ পাত্তা না দিয়ে এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। শীঘ্রই রাজা চন্দ পরিচালিত একটি ছবিতে দেখা যাবে তাঁকে। সিনেমা সিনেমায় টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে পূজাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥