• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ওম ভীষণ রুড অসভ্য’, সহ অভিনেতাকে নিয়ে বোমা ফাটালেন পর্দার ‘শ্রাবণ’ তৃণা!

খুব বেশিদিন হয়নি স্টার জলসার পর্দায় ‘লাভ বিয়ে আজকাল’র (Love Biye Aajkal) পথচলা শুরু হয়েছে। মুখ্যচরিত্রে ওম সাহানি (Om Sahani) এবং মৌমিতা সরকারকে নিয়ে শুরু হয়েছিল এই মেগার সফর। তবে আচমকাই মাঝপথে বদলে যায় নায়িকার মুখ। কয়েক সপ্তাহ আগে নতুন ‘শ্রাবণ’ হিসেবে ধারাবাহিকে এন্ট্রি নেন টেলি অভিনেত্রী তৃণা সাহা।

ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে শুরু থেকেই টিআরপির তালিকায় প্রথম দশে নিজের স্থান ধরে রেখেছে ‘লাভ বিয়ে আজকাল’। তবে হঠাৎ নায়িকা বদলে যাওয়ার পর সিরিয়ালের (Bengali Serial) ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছিলেন অনেকে। ‘শ্রাবণ’ হিসেবে তৃণা সাহাকে (Trina Saha) দর্শকরা মেনে নেবেন কিনা এই সংশয় ছিল অনেকের মনে। তবে আস্তে আস্তে নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছেন নতুন শ্রাবণ।

   

Om Sahani and Trina Saha in Love Biye Aajkal, ওম সাহানি তৃণা সাহা লাভ বিয়ে আজকাল

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, ওমকারের (Omkar) দ্বিতীয় বিয়ের তোরজোড় করছে শ্রাবণ। সে নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা করতে চায়। তবে ওমকার চায় না শ্রাবণ (Shrabon) অন্য কারোর সঙ্গে নতুন করে সংসার পাতুক। পর্দায় দু’জনের মধ্যে ভালোবাসার টান ভীষণ। তবে বাস্তবে দুই তারকার মধ্যে সম্পর্ক কেমন?

আরও পড়ুনঃ দেবের নায়িকা হতেই বেড়েছে অহংকার, খুল্লমখুল্লা সৌমিতৃষাকে ধুয়ে দিলেন ‘তোর্সা’ তন্বী!

‘লাভ বিয়ে আজকাল’ নায়ক-নায়িকার বন্ধুত্ব অনেকদিনের। বাস্তব জীবনে বেশ ভালো সখ্যতা রয়েছে ওম-তৃণার। সেই কারণে অল্প সময়ের মধ্যেই পর্দাতেও জমে উঠেছে তাঁদের রসায়ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দার স্বামীকে নিয়ে মুখ খোলেন তৃণা।

Om Sahani and Trina Saha in Love Biye Aajkal, ওম সাহানি তৃণা সাহা লাভ বিয়ে আজকাল

নতুন শ্রাবণ বলেন, ‘ওম আমার পুরনো বন্ধু। তাই আমাদের দু’জনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। সেই জন্য অল্প সময়ের মধ্যে সিরিয়ালে রসায়নটা জমে উঠেছে। চেনা বন্ধুর সঙ্গে কাজ করার এটাই সুবিধা’। এমনিতে যতই বন্ধুত্ব থাকুক না কেন, ‘লাভ বিয়ে আজকাল’ নায়কের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে নায়িকার।

আরও পড়ুনঃ সম্পর্ক টেকাতে হলে একজনকে ঝুঁকতেই হয়! সাক্ষাৎকারে অকপট ‘মিঠাই’য়ের পিপি অর্পিতা

তৃণা বলেন, ‘ওম ভীষণ রুড, অসভ্য। কোনও কথা বললে ও শুনতে চায় না’। যদিও এরপর জড়িয়ে ধরে বলেন, ‘চুপি চুপি বলতে অবশ্য শোনে’। তবে শুধু তৃণা নন, ওমেরও একটা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিনেতা বলেন, ‘ক্লজে যা কিছু লেখা ছিল ও সবকিছু করে ফেলেছে। তবে এটা বলতে পারি তৃণা আসার পর সিরিয়ালটা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে’।