• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিরছে টলিউডের সুপারহিট জুটি, ‘অযোগ্য’র ঘোষণা হতেই হাফ সেঞ্চুরি করলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

টলিউড (Tollywood) তো বটেই, ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কিনা জানা নেই। তবে এবার সেই অনন্য নজির স্পর্শ করতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এর আসন্ন ছবি ‘অযোগ্য’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের বড়পর্দায় ফিরতে চলেছে বাংলা সিনেদুনিয়ার অন্যতম ‘যোগ্য’ এই জুটি।

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির এটি ৫০তম ছবি। ভারতীয় সিনেমার ইতিহাসে এর আগে কোনও জুটি একসঙ্গে ৫০টি ছবিতে অভিনয় করেছে বলে মনে পড়ে না কারোর। ‘অযোগ্য’র (Ajogya) প্রথম পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, ‘ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম, দু’জন শিল্পী তাঁদের ৫০তম ছবির জন্য ফের একসঙ্গে আসছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আমার ৫০তম ছবির লোগো শেয়ার করছি’।

   

Prosenjit Chatterjee and Rituparna Sengupta

প্রসেনজিৎ-ঋতুপর্ণার কেরিয়ারের এই ‘রেকর্ড ব্রেকিং’ ছবিটি পরিচালনা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘অযোগ্য’র বেশিরভাগ দৃশ্যের শ্যুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। ছবির প্রথম পোস্টারে দেখা গেল, পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। বুম্বাদার পরনে রয়েছে কালো রঙের হাফ হাতা টি-শার্ট। অপরদিকে নায়িকা পরেছেন লাল রঙের শাড়ি।

আরও পড়ুনঃ বাংলায় আসছে ‘অ্যানিমাল’! কোন চরিত্রে অভিনয় করবেন কে? রইল টলিউডের Animal-র কাস্টিং

বুধবার সাংবাদিক বৈঠকে প্রসেনজিৎ বলেন, ‘একসঙ্গে কাজ করতে আমাদের খুব ভালো লেগেছে। শ্যুটিং প্রায় শেষ করে ফেলেছি। ঋতুর সঙ্গে এটা আমার ৫০তম ছবি তো! সেই ভারটা বহন করার জন্য একটা কাঁধ খুঁজছিলাম, কৌশিকদার মধ্যে সেই কাঁধটা পেয়েছি। আমাদের জুটির ৫০তম ছবির এই ভার বহন করতে হবে তো! আশা করছি দর্শকরা এই ছবির জন্য অপেক্ষা করবেন’।

Prosenjit Chatterjee Rituparna Sengupta 50th movie Ajogya

অপরদিকে ঋতুপর্ণা বলেন, ছবির কাহিনী ফাঁস করতে বারণ করে দিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী শুধু বলেন, ‘এটুকুই বলবো, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি একটা নতুন মিস্ট্রি নিয়ে আসছে। দর্শকরা এই জুটি দেখার জন্য অপেক্ষা করে থাকেন, এত বছর ধরে এত ভালোবাসা দিয়েছেন আমাদের। আশা করছি এবারও তাঁরা নিরাশ হবেন না’।

আরও পড়ুনঃ শ্বেতা-সৌমিতৃষা অতীত! দেবের নতুন নায়িকা জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী, দেখুন তো চেনেন কি না?

জানা গিয়েছে, ‘অযোগ্য’র বেশিরভাগ দৃশ্যের শ্যুটিং হয়েছে পুরীতে। অল্প কিছু অংশের শ্যুটিং এখনও বাকি। কবে রিলিজ করবে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির এই ছবি? তা এখনও ঠিক হয়নি বলে খবর। তবে এই বছর ‘অযোগ্য’ রিলিজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী বছর এই এই জুটিকে বড়পর্দায় দেখার জন্য সিনেপ্রেমী মানুষরা যে মুখিয়ে থাকবেন তা পরিষ্কার।