• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবের বাঘা যতীনকে টেক্কা দিয়ে কাঁপাচ্ছে বক্স অফিস! কত কামালো ‘দশম অবতার’? জানলে চমকে যাবেন

পুজোর ঠিক আগেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ (Dawshom Awbotaar)। দীর্ঘ অপেক্ষা শেষে গত ১৯ অক্টোবর রিলিজ করেছে এই সিনেমা। এই ছবির হাত ধরে ফের প্রবীর রায়চৌধুরী হিসেবে কামব্যাক করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেই সঙ্গেই আবারো বিজয় পোদ্দার হিসেবে ধরা দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত এই সিনেমা আদতে দু’টি ছবির প্রিক্যুয়েল। ’২২ শে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চিদা’- এই দুই সিনেমার মধ্যে যোগসূত্র স্থাপন করেছে ‘দশম অবতার’। সুপারহিট দুই ছবির এই প্রিক্যুয়েল দেখতে দর্শকরা যে সিনেমাহল ভরিয়ে দেবেন তা আগেই বোঝা গিয়েছিল। আর ঠিক তেমনটাই হল। রিলিজের পাঁচ দিনের মধ্যেই বক্স অফিসে রেকর্ড ব্রেকিং আয় (Box Office Collection) করেছে ‘দশম অবতার’।

   

Dawshom Awbotaar, Dawshom Awbotaar box office collection

চলতি বছর পুজোয় একসঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছে। প্রসেনজিৎ-অনির্বাণের ‘দশম অবতার’ ছাড়াও প্রেক্ষাগৃহে রিলিজ করেছে দেবের ‘বাঘা যতীন’, কোয়েল মল্লিকের ‘জঙ্গলে মিতিন মাসি’ এবং আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তীর ‘রক্তবীজ’। তবে সব ছবিকে পিছনে ফেলে বক্স অফিসে বাজিমাত করেছে ‘দশম অবতার’।

আরও পড়ুনঃ নতুন ধ্যাষ্টামো, সপ্তমীতে বাইজি নাচ নিয়ে তুলকালাম দত্তবাড়ি! টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

সম্প্রতি এসভিএফের তরফ থেকে টুইট করে জানানো হয়,‘বাম্পার ৫ দিন!’। সেই সঙ্গেই ‘দশম অবতার’ প্রযোজনা সংস্থা জানিয়েছে, রিলিজের পাঁচ দিনের মাথাতেই ৩.৫ কোটি টাকা আয় করে ফেলেছে সৃজিতের সিনেমা। প্রবীর-বিজয়ের জুটি যে বক্স অফিসে সুপারহিট তা ‘দশম অবতার’র আয় দেখেই স্পষ্ট। পুজোর আবহেও ‘দশম অবতার’ দেখতে দর্শকরা সিনেমাহল ভরিয়ে দিয়েছিলেন তা ছবির বক্স অফিস কালেকশন থেকেই পরিষ্কার।

আরও পড়ুনঃ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! পর্দার ‘পুতুল’ শ্রীতমার কন্ঠে গান গান শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Dawshom Awbotaar, Dawshom Awbotaar box office collection

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় প্রসেনজিৎ-অনির্বাণ ছাড়াও অভিনয় করেছেন আরও একাধিক খ্যাতনামা তারকা। ‘দশম অবতার’এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে যীশু সেনগুপ্ত, জয়া আহসানের মতো শিল্পীদের। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। ‘দশম অবতার’র গান থেকে শুরু করে গল্প- সবকিছুই মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।