Potolkumar actress Hiya Dey Photo trolled by netizens: বাংলা টেলিভিশনের (Television) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন হিয়া দে (Hiya Dey)। ২০১৬ সাল নাগাদ স্টার জলসার ‘পটলকুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala) সিরিয়ালের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। শিশুশিল্পী হিসেবে অভিনয় দুনিয়ায় হাতেখড়ি হয়েছিল হিয়ার। খুব কম সময়ের মধ্যেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিল ছোট্ট ‘পটল’ (Potolkumar) ওরফে হিয়া।
দেখতে দেখতে মাঝখানে প্রায় ৭ বছর কেটে গিয়েছে। সিরিয়ালের (Bengali Serial) সেই পুঁচকে ’পটল’ও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে তাঁর প্রতি দর্শকদের ভালোবাসা এখনও একইরকমের রয়েছে। তবে মাঝমধ্যেই মিষ্টি পটলের ‘পাকামি’ দেখে অনেকে রেগে যান। যে কারণে মাঝেমধ্যেই নেটপাড়ায় ট্রোলডও হয়ে হয় অভিনেত্রীকে।
লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন হিয়া। কখনও ছোট্ট পোশাকে বোল্ড লুকে দেখা যায় তাঁকে, কখনও আবার মদের গ্লাস হাতে পোজ দেন তিনি। আর সেসব দেখেই চটে যান নেটিজেনদের একাংশ। সম্প্রতি হিয়ার এমনই একটি ছবি ঝড় তুলেছে নেটপাড়ায়।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি শেয়ার করেছেন হিয়া। সেখানে দেখা যাচ্ছে, এই অভিনেত্রীর পরনে রয়েছে কালো রঙের হট প্যান্ট এবং একই রঙের টপ। তবে নজর কেড়েছে হিয়ার শরীর বেঁকিয়ে দাঁড়ানোর স্টাইল। আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এই ছবি নেটপাড়ায় শেয়ার করতেই হিয়ার দিকে ধেয়ে আসে একাধিক কটাক্ষ।
আরও পড়ুনঃ সবাই প্রার্থনা করো প্লিজ! দুর্ঘটনায় জখম রুবেলের জন্য আর্জি জানালেন প্রেমিকা শ্বেতা
হিয়ার পোস্টে একের পর এক কমেন্ট করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার অভিনেত্রীকে ‘বাঁকা পটল’ বলেও খোঁচা দিয়েছেন। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ট্রোলিংয়ের মুখে পড়েছেন অভিনেত্রী। এবারও নিজের শরীর বেঁকানো পোজের জন্য নেটিজেনদের থেকে কটু কথা শুনলেন তিনি।
View this post on Instagram
যদিও সবাই যে হিয়ার এই ছবি দেখে তাঁকে ট্রোল করেছেন এমনটা কিন্তু নয়। অনেকেরই তাঁর এই ফটো পছন্দও হয়েছে। ছবির কমেন্ট বক্স খুললেই ফায়ার ইমোজি দেখা যাচ্ছে। ‘পটলকুমার’র এই লেটেস্ট পোস্ট দেখে ফিদা হয়ে গিয়েছে অনেকেই।