• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝড় উঠবে TRP তালিকায়! স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন ‘লক্ষী কাকিমা’ অপরাজিতা

Published on:

Aparajita Adhya is reportedly entering this Star Jalsha Bnegali serial

Aparajita Adhya entry in Star Jalsha Serial: বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক তারকা হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দা- সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁর। এই বয়সে এসেও বাংলা সিরিয়ালের (Bengali Serial) মুখ্য চরিত্রে অভিনয় করে অপরাজিতা প্রমাণ করেছেন তিনি কোন মাপের অভিনেত্রী। এবার এই অপরাজিতাই স্টার জলসার (Star Jalsha) এক জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন।

‘জল নূপুর’ থেকে শুরু করে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’- একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে অপরাজিতা দেখেছেন দর্শকরা। বহু বছর পরে জি বাংলার (Zee Bangla) ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় কামব্যাক করেছিলেন তিনি। ভিন্ন স্বাদের এই সিরিয়াল দর্শকদেরও বেশ ভালোলেগেছিল।

Aparajita Adhya, Aparajita Adhya entering Horogouri Pice Hotel

যদিও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ শেষ হয়ে গিয়েছে। এরপর আর কোনও সিরিয়ালে দেখা যায়নি অপরাজিতাকে। এই মুহূর্তে জি বাংলার ‘ঘরে ঘরে জি বাংলা’ শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা যাচ্ছে অপরাজিতাকে। তবে এবার শোনা যাচ্ছে, স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন এই অভিনেত্রী।

এখন নিশ্চয়ই ভাবছেন, স্টার জলসার কোন সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন অপরাজিতা? গুঞ্জন শোনা যাচ্ছে, ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন তিনি। তবে এই সিরিয়ালে অপরাজিতাকে খুব কম সময়ের জন্য দেখা যাবে বলে খবর।

আরও পড়ুনঃ দীপাকে ফাঁসাতে গিয়ে এবার বিয়ের পিঁড়িতে মিশকা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’য় ধামাকা টুইস্ট

Aparajita Adhya, Aparajita Adhya entering Horogouri Pice Hotel

আরও পড়ুনঃ মেঘকে তাড়িয়ে নীলকে বিয়ের স্বপ্ন দেখছে ময়ূরী! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছেপুতুল’র আসন্ন ট্র্যাক

স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালে শীঘ্রই শঙ্কর-ঐশানীর রান্নার কম্পিটিশনের ট্র্যাক আসতে চলেছে। ইতিমধ্যেই সেই প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। জানা গিয়েছে, এই রান্নার প্রতিযোগিতাতেই বিচারকের আসনে দেখা যাবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ অভিনেত্রী অপরাজিতাকে। স্বল্প সময়ের জন্যেই ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ শেষ হওয়ার পর সকল সিরিয়ালপ্রেমী দর্শকরা অপরাজিতার নতুন সিরিয়ালের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার খানিক অবসান হল। বেশ অনেকটা সময় পর আবার কোনও ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে। আপাতত স্টার জলসার এই ধারাবাহিকে অপরাজিতার এন্ট্রি দেখার জন্যেই মুখিয়ে রয়েছে দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥