• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুসলিম হয়েও পূজো প্রার্থনার ছবি! সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের কুরুচিকর মন্তব্যের শিকার মীর

সাম্প্রদায়িক সম্প্রীতি’-এর মত গালভারী শব্দ যে শুধু খাতায়-কলমেই রয়ে গিয়েছে, তা আবারও বোঝা গেল সোশ্যাল মিডিয়ার দৌলতে। পূজোর উন্মাদনা ঘিরে সঞ্চালক ও অভিনেতা মীর আফসার আলীকে পড়তে হল সোশ্যাল মিডিয়ার ‘অ্যান্টি-সোশ্যাল’-দের শাসানির মুখে।

মৌলবাদীদের ক্রমাগত বেড়ে চলা ধর্মীয় চোখরাঙানির মাঝেই ফেসবুকে পাঞ্জাবি ও জওহর কোট পরিহিত একটি ছবি পোস্ট করে মীর লেখেন, ”ধীরে ধীরে পুজো মুডে ঢুকছে দেখো কে… ” নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার বদলে গেরুয়া পাঞ্জাবি পরা একটি ছবি দেন মীর। হাতজোড় করে উৎসবের মেজাজকে বাহবা দেওয়া ছাড়া অন্যকিছুই যে করেননি মীর, সে বিষয়ে একমত সমাজের সচেতন নেটিজেনরা। যদিও একদল উগ্র ধর্মীয় মানুষের কমেন্ট-এ মীরের কমেন্টবক্স পরিণত হয় উগ্রপন্থীদের বিচরণক্ষেত্র হিসেবে!

   

মুসলিম পরিবারের সন্তান হয়েও যে মীর পূজা নিয়ে পোস্ট করেছেন, সে বিষয়ে প্রশ্ন তোলে একদল নেটিজেন। যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সমস্ত কুরুচিকর মন্তব্যের বাউন্সার মাঠের বাইরে ফেলেছেন মীর। জবাবি পোস্টে ফেজ টুপি পরে, হাতে জিলিপি ভর্তি থালা নিয়ে একটি ছবি পোস্ট করেন, সঙ্গে জুড়ে দেন অত্যন্ত অর্থবহ একটি কবিতা। মীর লেখেন, ”যে কয় মোরে বেশ্যার পোলা / তারে বুকেই জড়িয়ে ধরি/বেশ্যাও যে মায়ের জাত / তারে সমান সজদা করি/ ধর্ম বিভেদ ভরাবে কি পেট/ শুধায় আপনজনে/ যাহা মসজিদ, তাহাই মন্দির/ ভক্তি রবে মনে/ আজানের ডাকে নামাবলী পরি/ আবেগ মানবরূপী/ যে শিরে বরিষে গঙ্গার জল সেই মাথাই ঢাকে টুপি ॥”

স্বভাবতই শিক্ষিত ও সচেতন নেটিজেনরা সমর্থন করেছেন মীরের এই পোস্ট। মীরের পাঞ্জাবির ‘গেরুয়া’ রংয়ের সাথে রাজনৈতিক রঙকে মিশিয়ে দেওয়ার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন একদল নেটিজেন!