• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক বছরেই গঙ্গারাম থেকে ড্যাশিং হিরো! ফুলকির বরের সিক্স প্যাক বডি দেখে ক্রাশ খাচ্ছে ভক্তরা

Updated on:

Phulki serial Rohit actor Abhishek Bose's great transformation

Abhishek Bose fitness transformation : বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেতা হলেন অভিষেক বসু (Abhishek Bose)। তাকে বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়ক রোহিতের (Rohit) চরিত্রে দেখা যাচ্ছে। এর আগেও একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিষেক। বিশেষ করে তাঁর অভিনীত নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রটি আজও চোখে লেগে রয়েছে দর্শকদের।

নেতাজি হওয়ার পর স্টার জলসাতে ‘গঙ্গারাম’ (Gangaram) ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। যদিও এই ধারাবাহিকে একেবারে গ্রামের সাধাসিধে ভোলাভালা গঙ্গারাম সেজে ছিলেন তিনি। গানই ছিল তার জীবনের মূল মন্ত্র। সেই সময় চরিত্রের প্রয়োজনেই বেশ কিছুটা ওজনও বাড়িয়ে ছিলেন অভিষেক। তবে বর্তমানে তিনি জি বাংলার ফুলকী সিরিয়ালের বক্সার অভিনেতা রোহিত।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ফুলকি,Phulki,অভিষেক বসু,Abhishek Bose,গঙ্গারাম,Gangaram,রোহিত,Rohit

তাই এখানে তার চরিত্রটা গঙ্গারামের একেবারে বিপরীত। এই ধারাবাহিকে ভুড়িওয়ালা গঙ্গারাম একেবারে মেদহীন ছিপছিপে চেহারার রোহিত। ২০২২ সাল থেকে  ২০২৩ সাল এই একটা বছরেই নিজের শারীরিক গঠনের একেবারে খোলনলচে বদলে ফেলেছেন অভিষেক। সম্প্রতি সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ জিতুর সঙ্গে বিচ্ছেদ হতেই নতুন ইনিংস শুরু? ফুলশয্যার ছবি শেয়ার করে চমকে দিলেন নবনীতা

প্রিয় অভিনেতার এত সুন্দর ট্রান্সফরমেশন দেখে চোখ একেবারে কপালে উঠেছে অভিনেতার অনুরাগীদের। অনুরাগীদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে বিনোদন জগতের এক ঝাঁক তারকা। অভিষেকের এই ভুল বদল দেখে শুভেচ্ছা জানিয়েছেন রোহান ভট্টাচার্য,ইন্দ্রাশীষ রায়, জন ভট্টাচার্য  থেকে শুরু করে অভিষেকের প্রেমিকা সুরভী।

আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে ডাবল ধামাকা, একসাথে ফুলকি-পর্ণা, ফাঁস ‘ গোপাল চুরির রহস্য ভেদ’ পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ফুলকি,Phulki,অভিষেক বসু,Abhishek Bose,গঙ্গারাম,Gangaram,রোহিত,Rohit

এক বছরে ফিগারের এই পার্থক্যের তুলনামূলক দুটি ছবি পাশাপাশি শেয়ার করে নিয়ে অভিনেতা লিখেছেন ‘এটা সবে শুরু’। প্রেমিকের এমন হট লুক দেখে কমেন্ট সেকশনে সুরভী লিখেছেন ‘তুই সেরা,আমার স্টার’। উত্তরে অভিষেক  লিখেছেন ‘তুই তো আমার সাপোর্ট বন্ধু’। অভিনেতার কাছে এমন ফিগার টিপস চেয়েছিলেন সুরভীর একজন বান্ধবী। তাঁর সাথে রসিকতা করে সুরভী এদিন লিখেছেন ‘আগে জোম্যাটো আনইন্সটল করতে হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥