• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ‘ফাগুন বৌ’ ম্যাজিক! দর্শকদের ‘সুখবর’ দিয়ে পর্দায় ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা

Published on:

Phagun Bou fame Vikram Oindrila come back again on television

টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত কিছু সিরিয়াল (Bengali Serial) এমনও থাকে যা শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ থেকে যায় দর্শক মহলে। তাই বছরের পর বছর কেটে গেলেও প্রিয় চরিত্রদের ভুলতে পারেন না দর্শক। তাঁদের আরও  একবার টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন সকলেই। বর্তমানে বাংলা বিনোদন জগতে অত্যন্ত জনপ্রিয় এমনই দুই অভিনেতা-অভিনেত্রী হলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)

একসময় দুজনেরই অভিনয়ের হাতেখড়ি হয়েছিল ছোটপর্দা থেকে। ২০১৮ সালে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত বিক্রম-ঐন্দ্রিলার জনপ্রিয় সিরিয়াল ‘ফাগুন বৌ’ (Phagun Bou)। টানা দেড় বছরেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলেছিল এই সিরিয়াল। এখন বিক্রম-ঐন্দ্রিলা দুজনেই ছোট পর্দায় অভিনয় না করলেও চুটিয়ে কাজ করছেন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,ফাগুন বউ,Phagun Bou,বিক্রম চ্যাটার্জী,Bikram Chatterjee,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,মহুল,Mohul,রোদ্দুর,Roddur

তবে এবার খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে দর্শকদের  মনের ইচ্ছা। খুব তাড়াতাড়ি পর্দায় ফিরছেন এই জুটি।  তবে সিনেমা,সিরিয়াল নাকি ওয়েব সিরিজ কোন মাধ্যমে ফিরছেন তাঁরা? আসলে খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় পুনরায় সম্প্রচারিত হতে চলেছে বিক্রম-ঐন্দ্রিলা অভিনীত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ফাগুন বউ’।

প্রসঙ্গত ইদানিং স্টার জলসার পর্যায়ে সম্প্রচারিত হচ্ছে বেশ কিছু পুরনো সিরিয়াল। যার মধ্যে অন্যতম ‘বোঝেনা সে বোঝেনা’ এছাড়াও তালিকায় রয়েছে বিক্রম চ্যাটার্জি এবং সোলাঙ্কি রায়ের ইচ্ছে নদী। আর এবার তালিকায় যোগ হতে চলেছে সকলের প্রিয় ‘ফাগুন বউ’।

আরও পড়ুনঃ খাবার অপচয় মহাপাপ! ‘পাগলি’ ননদের কথায় বিয়ের মন্ডপ ছেড়ে বরযাত্রীর বিরুদ্ধে গর্জে উঠল শিমুল

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,ফাগুন বউ,Phagun Bou,বিক্রম চ্যাটার্জী,Bikram Chatterjee,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,মহুল,Mohul,রোদ্দুর,Roddur

জানা যাচ্ছে  আগামী ১৭ই জুলাই থেকে সকাল সাড়ে বারোটা থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে বিক্রম ঐন্দ্রিলা অভিনীত জনপ্রিয় এই মেগা সিরিয়াল। টেলিভিশনের পর্দায় ফাগুন বউয়ের পুনঃসম্প্রচার শুরু হওয়ার খবরে পর্দার মহুল অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের প্রতিক্রিয়া জানতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সাথে।

আরও পড়ুনঃ ১১ বছরের সম্পর্কে ইতি! জনপ্রিয় সেলেব জুটির বিচ্ছেদের খবরে চমকে উঠল নেটপাড়া

এপ্রসঙ্গে এদিন অভিনেত্রী বলেছেন ‘শুনে সত্যিই খুব মজা লাগছে। সিরিয়ালের শুটিংয়ে খুবই আনন্দ করতাম আমরা। আর বিক্রমের সঙ্গে বন্ধুত্বের কথা আর নাই বা বললাম। চার বছর আগে যখন সিরিয়ালের শুটিং করতাম, তখন তো দেখতে পেতাম না। কারণ ১৪ ঘণ্টা কাজের একটা বিষয় থাকত। তবে এ বার মনে হয় আমিও সেই পুরনো কাজ দেখতে পাব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥