• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে বেহায়া! বিয়ের আগেই শারীরিক সম্পর্ক শুনে কান্না জুড়ল মা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Published on:

Icche Putul Mayuri tells about night with Neel to her Mother Madhumita

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হল ‘ইচ্ছে পুতুল’ (Iccheputul)। টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও দর্শকদের মনোরঞ্জনে কিন্তু  কোনোরকম ত্রুটি রাখছেন না এই সিরিয়ালের নির্মাতারা। তবে দর্শকমহলে যে এই সিরিয়ালের ক্রেজ  কোন অংশে কম নেই। তা বেশ ভালই বোঝা গিয়েছিল যখন কিছুদিন আগে এই সিরিয়ালের সম্প্রচারের সময় কমিয়ে দেওয়া হয়েছিল।

সেস্পময় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে অনুরাগীরা জানিয়েছিলেন ইচ্ছে পুতুলের সম্প্রচারের  সময় আবার আগের মতো করে দেওয়ার জন্য। প্রসঙ্গত এই মুহূর্তে এই সিরিয়ালটি থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারছেন না দর্শকরা। এখন এই ধারাবাহিকে প্রত্যেক পর্বে থাকছে টানটান উত্তেজনা। একদিকে এই ধারাবাহিকের ফোকাস রয়েছে নীলের বোন গিনি আর রূপের ওপর।

Mayuri told to her mother Madhumita about her physical relationship with Neel

বিয়ের পর রূপের আসল চেহারা খসে পড়ার সাথে সাথে দিনরাত শ্বশুড় বাড়িতে শাশুড়ি আর স্বামীর কাছে তুমুল  অত্যাচারিত হচ্ছে গিনি। অন্যদিকে ময়ূরী (Mayuri) ভালোমতোই বুঝতে পেরেছে এত কিছুর পরেও নীল এখনো তার বোন মেঘকেই (Megh-Neel) ভালোবাসে। তাই নীলকে ব্লাকমেইল করার জন্য মোক্ষম অস্ত্র হিসাবে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি মিথ্যে ভিডিও তৈরি করে রেখেছে ময়ূরী।

আরও পড়ুনঃ শ্রীময়ীকে জ্বালিয়ে জুটেছে গালমন্দ! সংবাদমাধ্যমের কাছে কাকে ‘ছোটলোক’ বললেন ‘জুন আন্টি’ উষসী?

গত পর্বেই দর্শক দেখেছেন জিষ্ণুর সাথে মেঘের ছবি নিয়ে পেপারে খবর বেরোনোর পর মেঘের বাড়িতে চড়াও হয়ে জিষ্ণুর সাথে অত্যন্ত জঘন্য আচরণ করেছিল নীল. সেই সাথে মেঘ কেউ যা মুখে এসেছে তাই বলে তাই বলে অপমান করে  গিয়েছে নীল। এসব দেখার পর মেঘ-ময়ূরীর মা মধুমিতা বুঝতে পেরেছেন নীল মুখে যাই বলুক না কেন সে এখনো মনে প্রানে মেঘকেই  ভালোবাসে।

আরও পড়ুনঃ ছেলের ফুলশয্যায় শুয়ে শুনেছিলেন কটাক্ষ! দর্শকদের চোখে সেই শ্বাশুড়িই এখন সেরা অভিনেত্রী

https://youtu.be/Pb0UwFsuNCM?si=NFsd_evpyka3mxUr

তাই তিনি ময়ূরীকে কে বারবার বোঝাচ্ছিলেন নীলের জীবন থেকে সরে আসার জন্য। কিন্তু য়ূরীর নাছোড়বান্দা। তাই মাকে নিজের দলে টানতে নীলের সাথে শারীরিক সম্পর্কের কথাও এদিন জানিয়ে রাখে মা’কে। সেইসাথে ময়ূরী জন্য এ  এখন তার পক্ষে আর পিছিয়ে আসা সম্ভব নয়।

এরপর যদি নীল তাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করা ছাড়া তার কাছে আর কোন উপায় থাকবে না। ময়ূরীর মুখে এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে ময়ূরীর মা মধুমিতা। এই পরিস্থিতিতে তিনি ভগবানকে ডেকে বলতে শুরু করেন তার আর বাঁচতে ইচ্ছে করছে না, তিনি যেন তাকে তুলে নেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥