এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। যত দিন যাচ্ছে দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তাও বাড়ছে। একাধিকবার বেঙ্গল টপার হওয়া এই মেগার মূল আকর্ষণই হল নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিককে।
বাংলা সিরিয়ালের চিরাচরিত পরকীয়া-কুটকচালির ভিড়ে গোয়েন্দামূলক কাহিনী নিয়ে শুরু হয়েছে ‘জগদ্ধাত্রী’। সিরিয়ালের নায়িকা জ্যাস পেশায় একজন পুলিশ অফিসার। দুষ্টের দমন শিষ্টের পালন করতে সে মরিয়া। কাজ এবং সংসার- দুই-ই অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে সে।
যদিও এই ‘দুষ্টের দমন’ নীতির জন্য কম বিপদে পড়তে হয় না জগদ্ধাত্রীকে। বাইরে যেমন তার একাধিক শত্রু রয়েছে, তেমনই বাড়ির ভেতরেও রয়েছে। জগদ্ধাত্রীর ক্ষতি করতে চাওয়া এমনই একজন মানুষ হল দেবু (Debu)।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, দেবু একেবারেই সুবিধার লোক নয়। জগদ্ধাত্রীর সামনে থেকে খারাপ কাজ করার জন্য প্রীতিকে বিয়ে করেছে সে। যদিও তার এই পরিকল্পনা সফল হয়নি। জগদ্ধাত্রী তার প্ল্যান ধরে ফেলে এবং তাকে উচিত শাস্তি দেয়। সেটারই বদলা নিতে এবার জ্যাসকে প্রাণে মারার পরিকল্পনা করছে দেবু।
আরও পড়ুনঃ ছেলের ফুলশয্যায় শুয়ে শুনেছিলেন কটাক্ষ! দর্শকদের চোখে সেই শ্বাশুড়িই এখন সেরা অভিনেত্রী
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, দেবু বলছে, জগদ্ধাত্রীকে একা এই সম্পত্তি ভোগ করতে দেওয়া যাবে না। সেটা হওয়ার আগেই ওকে শেষ করে দিতে হবে। দেবুর এই ভয়ানক পরিকল্পনা থেকে নিজেকে কীভাবে বাঁচাবে জগদ্ধাত্রী? আপাতত এই প্রশ্নই ঘুরছে দর্শকদের মনে।
https://youtu.be/s3FhXe94z0w
পাশাপাশি জগদ্ধাত্রী এখন ডক্টর ভূষণ কল এবং তার স্ত্রী বর্ষা কলেরও পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারা নানান রকমভাবে জ্যাসকে কেস থেকে সরানোর চেষ্টা করছে। শেষ পর্যন্ত কোনও উপায় না পেয়ে জগদ্ধাত্রীকে প্রাণে মারার পরিকল্পনা করে ভূষণও। এরপর গুরু শর্মা মারফৎ একজন ভাড়া করা গুন্ডা দিয়ে জগদ্ধাত্রীকে প্রাণে মারার চেষ্টা করে সে। যদিও স্বয়ম্ভূ সঠিক সময়ে স্ত্রীকে বাঁচিয়ে দেয়। জোড়া এই বিপদ থেকে জগদ্ধাত্রী কীভাবে নিজেকে রক্ষা করে সেটাই এবার দেখার।