• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবুউউর সাথে রাত কাটানোর ধান্দা! ইশাকে উচিত শিক্ষা দিল পর্ণা, ফাঁস দমফাটা হাসির পর্ব

Published on:

Parna again gives lesson to Isha Srijan schoked Neem Phooler Madhu upcoming episode reveal

একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়ে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের নজর কেড়ে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। লাগাতার স্লট লীডার হওয়ার পাশাপাশি টিআরপি তালিকাতেও একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে এই সিরিয়ালটি। দর্শকদের মন জয় করতে প্রতি সপ্তাহেই নিত্যনতুন চমক থাকে এই ধারাবাহিকে।

পরিবর্তে দর্শকরাও তাদের দুহাত ভরিয়ে ফিরিয়ে দিচ্ছেন অফুরন্ত ভালোবাসা। ধারাবাহিকে নায়ক-নায়িকা সৃজন-পর্ণা (Srijan-Parna) জুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় দর্শক মহলে। তবে ইদানিং পর্ণার প্রতি সৃজনের ব্যবহার দেখে খুবই বিরক্ত দর্শক। একসময়  সৃজনের বাইরে যাওয়া আটকাতেই নিজের সমস্ত গয়না বন্দক রেখে ‘শাড়ির কথা’র মত নতুন একটি শাড়ির ব্র্যান্ড তৈরি করেছে সে।

Neem Phooler Madhu Srijan insult Parna

সেই শাড়ির কথা থেকেই এখন পর্ণাকে সরিয়ে দিয়ে আনা হয়েছে এক নতুন ম্যানেজার। যার নাম ইশা। সে পর্ণার পূর্ব পরিচিত। বলা ভালো পুরনো শত্রু। কলেজে পড়ার সময় পর্ণা এই ইশাকেই দিয়েছিল উচিত শিক্ষা। সেই থেকেই পর্ণার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে সে। পর্ণাকে নিজের শ্বশুরবাড়িতে কোণঠাসা করার সুযোগ পেয়ে যথারীতি তার সদ্ব্যবহার করে চলেছে ইশা।

আরও পড়ুনঃ দর্শকরাই পরকীয়া-বহুবিবাহ দেখতে ভালোবাসে! বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক সোনালি

গত পর্বেই দর্শক দেখেছেন ইশা শাড়ি পাল্টে দেওয়ার কারণেই পর্ণাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল ফ্যাশন শো থেকে। কিন্তু পর্ণা এত সহজে হার মানার মেয়ে নয়, তাই বাড়ি এসে সে ওই দু’ঘণ্টার মধ্যেই নতুন শাড়ি নিয়ে হাজির হয়েছিল ফ্যাশন শোয়ে। তারপর শো’স টপার হলেও নিজে কৃতিত্ব না নিয়ে সমস্ত কৃতিত্বটাই  তুলে দেয় শাড়ি কথার নামে।

আরও পড়ুনঃ বাঁশি হাতে কলির কেষ্ট! জন্মাষ্টমীর শুভলগ্নে টিভির আগেই ফাঁস ফুলকির মহামিলন পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,ইশা,Isha,কৃষ্ণা,Krishna,আসন্ন পর্ব,Upcoming Episode,নিম ফুলের মধু

কিন্তু এরই মধ্যে জানা যাচ্ছে বাড়ি ফিরেই পর্ণার নামে  সৃজনকে রীতিমতো উল্টোপাল্টা বোঝাবে কৃষ্ণা। যা শুনে সৃজন আবার পর্ণাকে খুবই বাজেভাবে অপমান করতে শুরু করে। এরই মধ্যে দেখা যায় সৃজনের ঘরে ইশাকে রাত কাটানোর অনুমতি দেয় কৃষ্ণা। যা শুনে মাথার তার কেটে যায় পর্ণার। তখন পর্ণা ইশাকে বারবার ওই ঘর থেকে বেরিয়ে যেতে বললেও কানে কথা নেয় না সে।

তখন পর্ণা রাগের চোটে এক বালতি জল এনে তা ঢেলে দেয় ইশার মাথায়। পর্ণার এই কান্ড দেখে ‘থ’ হয়ে যায় সৃজন। আর পর্ণা এদিন ইশাকে ওপেন চ্যালেঞ্জ করে জানিয়ে দেয় ‘তুই আমার পিছনে লেগেছিস লাগ, কিন্তু আমার বরকে নিয়ে  যদি বাড়াবাড়ি করিস তাহলে তোর কপালে দুঃখ আছে।’ এই ভাবেই আরো একবার পর্ণার কাছে উচিত শিক্ষা পায় ইশা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥