• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হলেন পরম-পত্নী পিয়া! আচমকা কী হল নতুন বউয়ের?

Published on:

Parambrata Chatterjee wife Piya Chakraborty to undergo a surgery day after marriage

সোমবারই গাঁটছড়া বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। বিয়ের পর রাতেই রিসেপশনের আয়োজন করেছিলেন টলিপাড়ার এই তারকাজুটি। আনন্দের সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার হাসপাতালে ছুটলেন নতুন বউ। বিয়ে হতে না হতেই কী এমন হল যে হাসপাতালে (Hospital) ছুটতে হল পিয়াকে?

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, শহর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চলেছেন পরম-পত্নী। আপাতত তা নিয়ে জোর জল্পনা চলছে টেলিপাড়ায়। বিয়ের (Marriage) রেশ কাটতে না কাটতেই কেন নববধূকে হাসপাতালে ভর্তি হতে হলো সেই প্রশ্ন উঁকি দিয়েছে অনেকের মনে।

Parambrata Chattopadhyay Piya ChakrabortyRegistry Marriage

ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, বিয়ের আগে থেকেই নাকি অসুস্থ ছিলেন পিয়া। তাঁর কিডনিতে পাথর হয়েছে। যে কারণে বেশ কষ্ট পাচ্ছেন তিনি। অনুষ্ঠানের মাঝেও এই যন্ত্রণায় কাতরেছেন। জানা গিয়েছে, আজ অর্থাৎ বিয়ের পরের দিন পিয়ার কিডনির পাথরের অপারেশন (Surgery) হতে চলেছে। আর সেই কারণেই হাসপাতালে ছুটেছেন পরম-পত্নী। স্ত্রীয়ের এই অসুস্থতার সময় পরমব্রত তাঁকে আগলে রেখেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ একাধিক প্রেমিকা থেকে লিভইন! বিয়ের আগে এই ৫ সুন্দরীর সাথে সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত চ্যাটার্জী

প্রসঙ্গত, গত প্রায় বছর দুয়েক ধরে পরমব্রত এবং পিয়ার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বছরের শুরুতে শোনা যায়, চুপিসারে নাকি বিয়েও করে ফেলেছেন এই তারকাজুটি। সেই সময় অভিনেতা নিজে জানিয়েছিলেন এই খবরে বিন্দুমাত্র সত্যতা নেই। অবশেষে সোমবার চারহাত এক হয় ‘পরমপিয়া’র। কাছের মানুষদের সাক্ষী রেখে জীবনের এই নতুন ইনিংস শুরু করেন দু’জনে।

Parambrata Chatterjee and Piya Chakraborty marriage

পরম-পত্নী পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী এবং সমাজকর্মী। সেই সঙ্গেই গান গাইতেও ভালোবাসেন। এছাড়া তাঁর আরও একটি পরিচয় আছে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া। ২০২১ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন দু’জনে।

আরও পড়ুনঃ কমলা চরিত্র জিতেছে সকলের মন, এবার বড় পর্দায় জিৎ-র মেয়ে! অভিনয়ের জার্নি নিয়ে অকপট অয়ন্যা

অনুপম-পিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে সেই সময় পরমব্রতর নাম উঠে এসেছিল। গত দু’বছরে তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। অবশেষে গতকাল সকল জল্পনার অবসান ঘটিয়ে পিয়াকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥