• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাধিক প্রেমিকা থেকে লিভইন! বিয়ের আগে এই ৫ সুন্দরীর সাথে সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত চ্যাটার্জী

Published on:

Parambrata Chatterjee Ex Girlfriends list before getting married with Piya Chakraborty

আইবুড়ো নাম ঘুচিয়ে বিয়ে সেরে ফেলেছেন টলিউডের (Tollywood) হিরো পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পাত্রীও অতিপরিচিত, অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। টলিপাড়ায় বিগত দুবছর ধরেই দুজনের প্রেম নিয়ে চর্চা ছিল,  গুঞ্জনে সেভাবে পাত্তা দেননি কেউই। অবশেষে প্রেমের সম্পর্কের পরিণতি পেল ২৭শে নভেম্বর। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আজ দেখে নেওয়া যাক বিয়ের আগে কার কার সাথে নাম জড়িয়েছিল অভিনেতার?

মনামী ঘোষ (Monami Ghosh) : একটা সময় ছিল যখন জুটি বেঁধে হাজির হতে দেখা যেত পরমব্রত-মনামীকে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে, এক আকাশের নীচে, প্রতীক্ষা একটু ভালোবাসার, একদিন প্রতিদিন এর মত একাধিক সিরিয়ালের দুজনের রসায়ন ছিল যথেষ্ট নজরকাড়ার মত। অনেকেই সে সময় ভেবেছিলেন হয়তো বিয়েও করে ফেলবেন দুজনে! কিন্তু সে সব কিছুই হয়নি।

Parambrata Chatterjee Raima Sen

রাইমা সেন (Raima Sen) : টলিপাড়ার হিট জুটির মধ্যে অন্যতম পরমব্রত ও রাইমা সেনের জুটি। ‘হাওয়া বদল’, ‘২২শে শ্রাবণ’, ‘মি আমোর’, ‘বাস্তশাপ’ থেকে ‘দ্বিতীয় পুরুষ’ এর মত ছবিতে দুজনের কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। এরপর একেঅপরের প্রেমেও পড়েন দুজনে। কিন্তু সেই প্রেম টেকেনি, বিচ্ছেদ হয়ে যায়। অবশ্য বন্ধুত্বের সম্পর্ক রয়েই গিয়েছে তাদের মধ্যে।

আরও পড়ুনঃ বন্ধু পরমব্রতর সাথে বিয়ে পিঁড়িতে পিয়া, ‘আজ চলে যাব দূরে’, একাকীত্বের সুর গায়ক অনুপমের পোস্টে!

স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) : ‘ব্রেক ফেল’ ছবির শ্যুটিং হওয়ার সময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে সম্পর্কে জড়ান পরমব্রত। সেই সময় ব্যাপক চর্চা হয় জুটিকে নিয়ে। এমনকি তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন। কিন্তু এরপর স্বস্তিকার প্রাক্তন স্বামী মামলা ঠুকে দেন পরমব্রতর বিরুদ্ধে। তারপর থেকেই সম্পর্ক তলানিতে নেমে আসে। বদলে নেদারল্যান্ডে ফ্লিম মেকিং নিয়ে পড়াশোনা করতে গিয়ে এক বিদেশিনীর প্রেমে পড়েন অভিনেতা।

Parambrata Chatterjee girlfriend Ike Schouten

ইকা শাউট (Ike Schouten) : নেদারল্যান্ডে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনার জন্য গিয়ে ইকা শাউটের সাথে পরিচয় হয় পরমব্রতর। সেখানেই প্রথমে বন্ধুত্ব হয়, পরবর্তীকালে সেটা প্রেমে পরিণত হয়ে যায়। পড়াশোনা শেষে দেশে ফিরে আসেন অভিনেতা, চলতে থাকে লং ডিস্টেন্স রিলেশন। এরপর কেরিয়ারের চিন্তা ছেড়ে কলকাতায় চলে আসেন ইকা। কিন্তু দুঃখের বিষয় হল সেই সম্পর্কও টেকেনি।

আরও পড়ুনঃ বিয়ের মরশুমে সুখবর! পরম-পিয়ার পর ছাদনাতলায় ‘মন্টু পাইলট’ সৌরভ, পাত্রী এই টলি সুন্দরী

Parambrata Chatterjee Piya Chakrborty Marriage Photos viral over social media

পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) : গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। দেউচা-পাচামিতে শ্রমজীবী ক্যান্টিনে কাজের সূত্রেই পরমব্রতর সাথে পরিচয় হয়েছিল তাঁর। অনুপমের সাথে বিচ্ছেদ হলেও নতুন প্রেম নিয়ে সেভাবে কথা বলেননি কেউই। অবশেষে ২৭শে নভেম্বর পরমব্রতর সাথে গাঁটছড়া বাঁধেন পিয়া চক্রবর্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥