• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের হাতছানি! করণ জোহারের সাথে কাজের সুযোগ, চরিত্র ভালো না রিজেক্ট করলেন পরমব্রত

টলিউডের অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের মান দিনে দিনে উন্নত হয়েছে। টলিউড থেকে এমন অনেক তারকা রয়েছেন যারা বলিউড থেকে শুরু করে হলিউডে পর্যন্ত পাড়ি  ফেলেছেন। তাছাড়া প্রথাগত সিনেমার গন্ডি পেরিয়ে ওয়েব সিরিজের দুনিয়াতেও পা রেখেছেন অনেকেই। এমনি একজন দুর্দান্ত অভিনেতা হলেন টলিউডের পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। দীর্ঘ দিন ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকের মুগ্ধ করে আসছেন অভিনেতা।

২০০৩ সালে শুরু হয়েছিল অভিনয় যাত্রা। পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে ‘বোম্বাইয়ের বোম্বেতে’ ছবিতেই প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। এরপর একে একে নানা ছবিতে দেখা গিয়েছে পরমব্রতকে। কৈলাশে কেলেঙ্কারি, বাইশে শ্রাবণ, ভূতের ভবিষ্যৎ, হেমলক সোসাইটি, হাওয়া বদলাম অপুর পাচাঁলী, ফেলুদা একাধিক ছবিতে নিজের দুর্দান্ত অভিনয়ের  দক্ষতার পরিচয় দিয়েছেন। রুচিশীল বাঙালি দর্শকদের কাছে ভালো অভিনেতাদেরমধ্যে প্রথমের দিকে উঠে আসে পরমব্রতর নাম।

   

পরমব্রত চট্টোপাধ্যায় Parambrata Chatterjee

সম্প্রতি টলিউড পেরিয়ে বলিউড থেকে ডাক পেয়েছেন অভিনেতা পরমব্রত। তাও আবার যে সে পরিচালক নয় সোজা করণ জোহরের (Karan Johar) থেকে। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক করণ জোহর। বলিউডের  বড়মাপের তারকারা কাজ করেন করণের সাথে। অনেকের মতে করণের ছবিতে  কাজের সুযোগের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। তবে বলিউডে কাজের এমন সুন্দর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পরমব্রত।

পরমব্রত চট্টোপাধ্যায় Parambrata Chatterjee Karan Johar

সকলেই হয়তো ভাববেন, বলিউডে অভিনয়ের সুযোগ সাথে খ্যাতি লাভের হাতছানি! কিন্তু কেন এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করলেন অভিনেতা? এর উত্তর মিলেছে ইতিমধ্যেই। করণ জোহরের ছবির প্রস্তাব ফিরিয়ে পরমব্রত জানিয়েছেন, এমন একটি অফার পেয়ে তিনি সত্যিই খুব সম্মানিত বোধ করছেন। তবে স্ক্রিপ্ট দেখে ছবিতে নিজের চরিত্রকে খুব একটা আকর্ষণীয় বলে মনে হয়নি। তাই করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

আসলে পরমব্রতের মতে, যেকোনো সিনেমায় অভিনয়ের আগে কিছুজিনিস ভেবে দেখাটা জরুরি। প্রথমত সিনেমার গল্প এমন হওয়া উচিত যেটা দেখে দর্শকেরা খুশি হবে বা তৃপ্তি পাবে। এছাড়াও ছবিতে কোন চরিত্রে অভিনয় করবেন, সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা খুব ভেবেচিন্তে নির্বাচন করা উচিত। ভালো কাহিনীর ছবিতে সঠিক চরিত্রে অভিনয় করাটা অনেক বেশি জরুরি।