• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিয়াকে বিয়ে করে জুটেছিল ‘বউ চোর’ তকমা! এবার অনুপমের তৃতীয় বিয়ের আগে মুখ খুললেন পরমব্রত

অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। কয়েক মাস আগে চার হাত এক হয়েছে দু’জনের। সেই সময় বিস্তর কটাক্ষ শুনতে হয়েছে পরম-পিয়া দু’জনকেই। অভিনেতার নামের পাশে জুটেছিল ‘বউ চোর’ তকমা! নেটিজেনদের একাংশ সমব্যথী হয়েছিলেন অনুপমের সঙ্গে। অনেকেই তাঁর গানের লাইনের সঙ্গে বাস্তব জীবনের মিল খুঁজে পেয়েছিলেন!

এবার অতীত ভুলে নতুন ভাবে জীবন শুরু করতে চলেছেন অনুপম। গায়িকা প্রশ্মিতা পালের (Prashmita Paul) হাত ধরে আগামী ২ মার্চ নতুন সফর শুরু করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, ধুমধাম করে নয়, ঘরোয়া-ছিমছামভাবেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। কাছের মানুষদের সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দু’জনে।

   

Anupam Roy is going to marry singer Prashmita Paul

দুই বিয়ে ভাঙার পর তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অনুপম (Anupam Roy Marriage)! এই খবর সামনে আসার পর থেকেই নেটপাড়ায় চর্চা-আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে নেতিবাচক মন্তব্যকে কখনওই বিশেষ পাত্তা দেন না গায়ক। জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘বিয়ে করার পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই এই সিদ্ধান্তটা নিই। এখনও আমি সম্পর্কে আশাবাদী’।

আরও পড়ুনঃ পিয়া অতীত, নামী গায়িকার সাথে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অনুপম রায়! রইল পাত্রীর নাম সহ আসল পরিচয় 

অন্যদিকে প্রশ্মিতা জানান, বিগত এক বছর ধরে অনুপমের সঙ্গে সম্পর্কে আছেন। তাঁদের নিয়ে যে ট্রোলিং হবে সেই বিষয়েও অবগত গায়িকা। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘আমি জানি এবং এর জন্য আমরা প্রস্তুত। আমি মনে করি, আমরা দু’জনে যদি সুখে থাকি তাহলে নেতিবাচক কোনও কিছু আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না’।

Parambrata Chatterjee and Piya Chakraborty, Parambrata Chatterjee and Piya Chakraborty marriage gossip

একসময় অনুপম এবং পরমব্রত ভালো বন্ধু ছিলেন। এখন অবশ্য বদলেছে সম্পর্কের সমীকরণ! গায়কের বিয়ের খবর শুনে প্রথমে যেন খানিক চমকে ওঠেন পরম। অভিনেতা সংবাদমাধ্যমের কাছে জানান, তিনি বিয়ের বিষয়ে জানতেন না। তবে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেতা।

আরও পড়ুনঃ বরের সঙ্গে করার সুযোগ হয়নি! বিয়ের পর মাকে নিয়েই এই কাজ করলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী

অনুপমের জীবনের এই নতুন অধ্যায় শুরুর আগে পরমব্রত বলেন, ‘দু’জন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে এটা সবসময় খুব আনন্দের খবর। অনেক শুভেচ্ছা জানাই অনুপম এবং প্রশ্মিতাকে’। একটা সময় কেবলই পেশাদার সম্পর্ক ছিল অনুপম-প্রশ্মিতার। বছর খানেক আগে সেই সম্পর্কে লাগে প্রেমের ছোঁয়া। দু’জনের বৈবাহিক জীবন সুখের হোক এটাই কামনা ভক্তদের।

site