• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধু পরমব্রতর সাথে বিয়ে পিঁড়িতে পিয়া, ‘আজ চলে যাব দূরে’, একাকীত্বের সুর গায়ক অনুপমের পোস্টে!

Published on:

Parambrata Chatterjee Piya Chatterjee getting Married Today

অবশেষে গাঁটছড়া বাঁধছেন টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। পাত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। তিনি একাধারে মানসিক স্বাস্থ্যকর্মী এবং সমাজকর্মী, আবার গানও করেন। তবে পিয়ার অবশ্য আরও একটি পরিচয় আছে। তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) প্রাক্তন স্ত্রী।

২০২১ সালে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন অনুপম-পিয়া। এরপর থেকেই পরমব্রতর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে। অতিমারী পরবর্তী সময় থেকেই ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে দু’জনের। একদিকে বিদেশি প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর দূরত্ব বাড়ছিল, অন্যদিকে কাছাকাছি আসছিলেন তিনি এবং পিয়া। অবশেষে ২৭ নভেম্বর তথা আজ সেই প্রেম পরিণতি (Marriage) পেতে চলেছে।

Parambrata Chatterjee and Piya Chakraborty, Parambrata Chatterjee and Piya Chakraborty marriage gossip

অনুপম-পিয়ার বিয়ে ভাঙার খবর যখন প্রকাশ্যে আসে, তখন ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে উঠে এসেছিল পরমব্রতর নাম। একটা সময় তাঁরা তিনজনেই ভালো বন্ধু ছিলেন। তবে ২০২১ সালের পর থেকে পরমব্রত-পিয়ার সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে বলে খবর।

আরও পড়ুনঃ লাইভ কনসার্টে ভক্তের উপহার, মায়ের ছবি পেয়ে ভালোবাসায় ভরিয়ে আবারও মন জিতলেন অরিজিৎ সিং

ইন্ডাস্ট্রির অন্দর এমন গুঞ্জনও শোনা যেতে থাকে, পরমব্রতর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলেই অনুপমের সঙ্গে বিয়ে ভাঙে পিয়ার। এরপর থেকে আর তিনজনকে এক ফ্রেমে দেখা যায়নি। কয়েকমাস আগে শোনা যায়, গোপনে সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত-পিয়া। তবে সেই খবর পরে ভুয়ো বলে জানা যায়।

Parambrata Chatterjee and Piya Chakraborty getting married

কিন্তু পরমব্রত-পিয়া যে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছে সেই ইঙ্গিত বেশ কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল। অবশেষে আজ গোধূলি লগ্নে চার হাত এক হতে চলেছে দু’জনের। পরিবার পরিজন এবং কাছের মানুষদের সাক্ষী রেখে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ কলকাতায় শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট, কবে কোথায় আসছেন গায়িকা? রইল টিকিট বুকিংয়ের বিস্তারিত

 

View this post on Instagram

 

A post shared by Mahendra Soni (@iammony)


প্রাক্তন স্ত্রীর জীবনের এই বিশেষ দিনে অনুপম কোথায়? সোশ্যাল মিডিয়ায় উঁকি দিয়ে জানা গেল, সঙ্গীতশিল্পী এখন সানফ্রান্সিসকোতে আছেন। গত শনিবারই সেখানে পাড়ি দিয়েছেন তিনি। সেই উড়ানের ভিডিও শেয়ার করে জুড়েছেন নিজেরই গান ‘সব কিছু ফেলে আজ চলে যাব দূরে…’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥