• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বউ হারালে বউ পাওয়া…’, পরমপিয়ার বিয়ের পর অনুপমের উদ্দেশ্যে বিশেষ বার্তা চিরঞ্জিত চক্রবর্তীর

Published on:

Parambrata Chatterjee Piya Chakraborty marriage Chiranjeet Chakraborty said this to Anupam Roy

দেখতে দেখতে এক সপ্তাহ হতে চললো টলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) সাত পাকে বাঁধা পড়েছেন। সমাজকর্মী পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। হাইপ্রোফাইল এই বিয়ে ঘিরে এখনও চর্চা-আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার পিয়ার প্রাক্তন স্বামী তথা সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

‘পরমপিয়া’র বিয়ে নিয়ে একপ্রকার খাপ পঞ্চায়েত বসেছে নেটপাড়ায়। অভিনেতা এবং তাঁর নববিবাহিতা স্ত্রীকে উদ্দেশ্য করে অনেকেই নানান কটাক্ষ করছেন। এসবের মাঝেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন টলিপাড়ার নামী অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। সম্প্রতি মধ্যমগ্রামের খাদি মেলার উদ্বোধন করতে এসেছিলেন তিনি।

Chiranjeet Chakraborty interview

সেই অনুষ্ঠানে সাংবাদিকদের নানান প্রশ্নের মুখোমুখি হন চিরঞ্জিত। কথায় কথায় উঠে আসে, ‘পরমপিয়া’র বিয়ের প্রসঙ্গ। বর্তমানে অনুপম রায়কে (Anupam Roy) নিয়ে সর্বত্র নানান আলোচনা হচ্ছে। একথা শুনেই অভিনেতা বলেন, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে…’।

আরও পড়ুনঃ অবশেষে মধুর মিলন! সন্ধ্যাকে কাছে টেনে নিল আকাশনীল, ভরপুর রোম্যান্স দেখে দিলখুশ দর্শকদের

এখানেই অবশ্য থামেননি চিরঞ্জিত। অভিনেতা আরও বলেন, ‘এখন চারিদিকে দেখছি, বউ হারাচ্ছে আর বউ পাওয়া যাচ্ছে। তাই এই ডায়লগটাই আবার রিপিট করলাম। বহু বছর ধরে এই সংলাপটা হিট’। এরপর চিরঞ্জিতকে জিজ্ঞেস করা হয়, তাহলে আপনার সংলাপটাই বাস্তবায়িত হল? উত্তরে তিনি বলেন, ‘সবসময়ই হচ্ছে। আর এখন তো একটু ঘন ঘনই হচ্ছে আর কী!’

Parambrata Chatterjee wife Piya Chakraborty to undergo a surgery day after marriage

শুধু চিরঞ্জিতই নয়, ‘পরমপিয়া’র বিয়ে নিয়ে টলিপাড়ার একাধিক তারকা ইতিমধ্যেই মুখ খুলেছেন। পরমব্রতর প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যেমন লিখেছেন, ’১৫ বছর আগের সম্পর্কটাকেও মানুষ টেনে আনলো’।

আরও পড়ুনঃ জেলের ভেতর ফুলকির ভাসান ডান্স, হাসছে পুলিশ! সিরিয়ালের গাঁজাখুরি দেখে ধুয়ে দিল দর্শকেরা

অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী আবার লিখেছেন, ‘আমার বিয়ে হয়েছে ১৬ বছর হয়ে গেল। নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যে আবীর অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগে আমাদের বিয়েটা হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া, বিশেষত ডিজিটাল নিউজ মিডিয়া এতখানি সক্রিয় হওয়ার আগে বিয়েটা করে নেওয়ায় নিজেকে সত্যি ভাগ্যবান মনে হয়। জানি না, বিয়ের পর ধেয়ে আসা নোংরা, অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কেমন হতো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥