• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পিয়াকে বিয়ে করে জুটেছে ‘বউ চোর’ তকমা! বিয়ের পর বিতর্ক নিয়ে মুখ খুললেন পরমব্রত চট্টোপাধ্যায়

অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করে আচমকাই সবার চোখে ভিলেন হয়ে গিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। গত দু’বছর ধরে পিয়া চক্রবর্তীর (Piya Chakraborty) সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এখন অবশ্য স্বামী-স্ত্রী তাঁরা। কয়েকদিন আগেই বিয়ে করেছেন দু’জনে। আর তারপর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন ‘পরমপিয়া’।

সোশ্যাল মিডিয়া খুললেই টলিপাড়ার এই নবদম্পতিকে নিয়ে নানান রকমের পোস্ট চোখে পড়ছে। কারোর নিশানায় রয়েছেন পিয়া, কেউ আবার অভিনেতার নামের পাশে জুড়ে দিয়েছেন ‘ঘরভাঙানি’, ‘বউ চোর’র মতো তকমা। অনুপম রায় (Anupam Roy) অবশ্য আগেই বলে দিয়েছেন, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

   

Parambrata Chatterjee and Piya Chakraborty, Parambrata Chatterjee and Piya Chakraborty marriage gossip

এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না পরমব্রত। কাজের বাইরে সমাজমাধ্যমে খুব একটা কিছু পোস্টও করেন না তিনি। অথচ সেই মানুষই এখন সোশ্যাল মিডিয়ার (Social Media) হট টপিক। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খোলেন অভিনেতা।

আরও পড়ুনঃ বুম্বাদাকে রক্ষা করতে সদা প্রস্তুত, প্রসেনজিৎ চ্যাটার্জির বডিগার্ডের মাইনে কত জানেন?

এক ম্যাগাজিনের কাছে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত বলেন, ‘সম্পর্ক নিয়ে সবসময় মানুষ যেভাবে ভাবেন কিংবা বিচার করেন তেমনটা নাও হতে পারে। আর কোনও সম্পর্কের মাপকাঠি কখনওই সোশ্যাল মিডিয়া হতে পারে না। তাই তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমার কিছু যায় আসে না’।

Parambrata Chatterjee and Piya Chakraborty, Parambrata Chatterjee and Piya Chakraborty marriage gossip

জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবার পরমব্রত বলেন, বিয়ের পর এক অদ্ভুত রকমের পরিস্থিতিতে আছেন তিনি। অভিনেতার কথায়, ‘আমি ট্রোলিং ফলো করি না, সেই সময় আমার কাছে নেই। তবে কাছের মানুষ, বন্ধুবান্ধবদের থেকে যা শুনতে পাচ্ছি তাতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। সেটা আমি বলে বোঝাতে পারবো না’।

আরও পড়ুনঃ উড়ন্ত সিঁদুর ছুটন্ত মালা ফেল! ভুতে সিঁদুর পড়াচ্ছে সিরিয়ালে, ভিডিও দেখে মাথায় হাত দর্শকদের

পরমব্রতর সংযোজন, ‘বহু প্রিয় মানুষ, বন্ধুবান্ধব, অনুরাগীরা নতুন জীবনের জন্য আমায় শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম এক সপ্তাহ এই শুভেচ্ছা আর ট্রোলিংয়ের ব্যালেন্স করতে করতেই কেটে গেল। এরপর বাইরে ঘুরতে গিয়েছিলাম, খুব সুন্দর সময় কাটিয়েছি। সবে ফিরেছি। তবে আমি সবকিছুকেই ভীষণ স্পোর্টিংলি নিয়ে থাকি’।