• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুম্বাদাকে রক্ষা করতে সদা প্রস্তুত, প্রসেনজিৎ চ্যাটার্জির বডিগার্ডের মাইনে কত জানেন?

Prosenjit Chatterjee Bodyguard: সলমন খান হোক বা শাহরুখ খান, প্রত্যেক তারকাই নিজেকে বিপদ থেকে রক্ষা করার জন্য দেহরক্ষী রাখেন। তারকার নিরাপত্তা সুনিশ্চিত করার যাবতীয় দায়িত্ব থাকে তাঁর কাঁধে। স্বাভাবিকভাবেই তাই শিল্পীর ছায়াসঙ্গীর মতো থাকতে হয় তাঁকে। আর এভাবে কাজ করতে করতেই কখন যে তাঁরা সেলেবদের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠেন তা নিজেরাই বুঝতে পারেন না। আজ আপনাদের সামনে আমরা তুলে ধরবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) দেহরক্ষী রাম সিংয়ের (Ram Singh) সম্বন্ধে কিছু অজানা তথ্য।

এই মুহূর্তে প্রসেনজিৎকে যদি টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ বলা হয় তাহলে খুব একটা ভুল হবে না। গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছেন নিজেকে। এখন অবশ্য টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের পায়ের তলার জমি শক্ত করছেন অভিনেতা। তবে আজকের প্রতিবেদন প্রসেনজিতের সম্বন্ধে নয়, বরং তাঁর দেহরক্ষী (Prosenjit Chatterjee Bodyguard) রাম সিংয়ের সম্বন্ধে।

   

Prosenjit Chatterjee bodyguard Ram Singh

গত ১৫ বছর ধরে প্রসেনজিতের সঙ্গে কাজ করছেন রাম সিং। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা এবং ১১৫ কেজির রামকে দেখে এমনিতেই হাড় হিম হয়ে যায় শত্রুদের। শুরুর ২ বছর দেবের সঙ্গে কাজ করেছিলেন তিনি। কিন্তু এরপর থেকে বুম্বাদার সঙ্গেই আছেন। আজ চট্টোপাধ্যায় পরিবারের একজন হয়ে উঠেছেন তিনি।

আরও পড়ুনঃ টলিউড কাঁপানোর জন্য তৈরি! টোটা রায় চৌধুরীর সুন্দরী মেয়েকে দেখলে সরবে না চোখ, রইল ছবিগ্যালারি

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাত্র ১২ বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় এসেছিলেন রাম সিং। পড়াশোনা শেষ হওয়ার আগেই বাউন্সার হিসেবে কাজ শুরু করে দেন তিনি। সুঠাম চেহারার কারণে সহজেই কাজ পেয়ে যেতেন তিনি। একবার শাহরুখ খানের একটি ইভেন্টে কাজ পেয়েছিলেন তিনি। তবে ‘কিং খান’কে দেখতে পাননি। ১৫০ টাকা পারিশ্রমিক নিয়ে বাড়ি ফিরে আসেন রাম। জীবনে উপার্জিত প্রথম ১০০ টাকা মায়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

Prosenjit Chatterjee bodyguard Ram Singh with Dev

এরপর টলিউডের বিভিন্ন ইভেন্টে কাজ করার সুবাদে দেবের সঙ্গে পরিচয় হয় রামের। বছর দুয়েক তাঁর সঙ্গে কাজ করার পর প্রসেনজিতের টিমে যোগ দেন রাম। আজ প্রায় ১৫ বছর কাটিয়ে ফেলেছেন প্রসেনজিতের দেহরক্ষী হিসেবে। বুম্বাদাকে তিনি ‘স্যারজি’ বলে ডাকেন। টলিপাড়ায় তিনি পরিচিত ‘রাম’ নামেই। দিন কয়েক আগে প্রসেনজিতের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরেও গিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ নামেই নায়ক! অত্যাচারী চরিত্রের দৌলতে হিরো হয়েও দর্শকদের নজরে ভিলেন এই ৪ টেলি অভিনেতা

Prosenjit Chatterjee bodyguard Ram Singh

অনেকেই জানেন না, রাম ইতিমধ্যেই টলিউডে কাজও করে ফেলেছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে রাজু নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দেহরক্ষীর চরিত্রেই দেখা গিয়েছিল তাঁকে। টলিউডে একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী প্রশংসা করেছিলেন তাঁর অভিনয়ের। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রসেনজিতের দেহরক্ষী হিসেবে বার্ষিক ৮০ লাখ টাকা বেতন পান রাম। অর্থাৎ মাস গেলে প্রায় সাড়ে ছয় লাখ টাকা আয় করেন তিনি।

site